Aajbikel

চিনের উস্কানির কড়া জবাব দিচ্ছে নয়াদিল্লি, সীমান্তে ১২০টি 'প্রলয়' মিসাইল মোতায়েন করছে ভারত

 | 
pralay missile

নিজস্ব প্রতিনিধি:  পাকিস্তান বা চিন, দুই শত্রু দেশ উস্কানি দিলে বা ভারতের দিকে কু-নজর দিলে তাদের যে ছেড়ে কথা বলা হবে না, সেই বার্তা দিল নয়াদিল্লি। সদ্য অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে উস্কানি দেয় লালফৌজ। তবে তাদের মোক্ষম জবাব  দিয়েছে ভারতীয় সেনা। এবার চিনকে আরও কড়া বার্তা দিল নয়াদিল্লি। সীমান্তে ১২০টি 'প্রলয় মিসাইল' মোতায়েন করার ব্যাপারে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চিন সীমান্তে সেগুলিকে মোতায়ন করা হবে। মিসাইলগুলি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। প্রয়াত বিপিন রাওয়াত যখন দেশের সেনাপ্রধান ছিলেন তখন এই মিসাইল তৈরির কাজ শুরু হয়েছিল। গত বছরের ২১ এবং ২২ ডিসেম্বর সেগুলির পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট সদর্থক হয়েছিল। এরপরই মিসাইলগুলিকে বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া 'প্রলয় মিসাইল' প্রথমে বায়ুসেনা এবং পরে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। এই মিসাইল ঘন্টায় ২০০০ কিলোমিটার গতিতে যেতে পারে। পরিস্থিতি বুঝে মিসাইলটি তার লক্ষ্যবস্তু এবং গতিপথ আকাশেই বদলে ফেলতে সক্ষম। স্বাভাবিকভাবেই এই মিসাইল মোতায়েন করে চিনকে উপযুক্ত জবাব দিতে ভারত যে প্রস্তুত রয়েছে, সেই কড়া বার্তা বেজিংকে দিল নয়াদিল্লি।

গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত ও চিনের সম্পর্ক আরও খারাপ হয়েছে। সেই সংঘর্ষের পর দুই দেশের মধ্যে ১৬টি উচ্চপর্যায়ের বৈঠক হলেও চূড়ান্ত সমাধান সূত্র বের হয়ে আসেনি। উল্টে প্যাংগং হ্রদের কাছে থাকা ফিঙ্গার-৮ এর ১৬ কিলোমিটার দূরে একটি সেতু তৈরি করছে চিন। এই পরিস্থিতিতে চলতি মাসে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে হঠাৎই ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে পড়ে বহু চিনা সেনা। পাল্টা তাদের প্রতিরোধ করেন ভারতীয় সেনা। দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যদিও সেই ঘটনায় হতাহতের খবর নেই। এরপর দু'দেশের শীর্ষ সেনা কর্তারা দ্রুত বৈঠক করে তাওয়াং সীমান্তে পরিস্থিতি আয়ত্তে আনেন। কিন্তু ভারত ভাল করেই জানে যে চিন এভাবে সীমান্ত অঞ্চলে উস্কানি দিতেই থাকবে। তাই ভারত যেভাবে ১২০টি 'প্রলয়' মিসাইল সীমান্তে মোতায়েন করতে চলেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন সময়ে বারবার বলেছেন ভারত সব সময় শান্তি চায়। কিন্তু শত্রু দেশগুলি যদি ভারতের দিকে কু-নজর দেয় তবে তাদের ছেড়ে কথা বলা হবে না। তাদের উপযুক্ত জবাব দিতে তৈরি ভারত। আর এটা যে শুধু কথার কথাই নয় সেটা বোঝাতেই সীমান্তে 'প্রলয়' মিসাইল মোতায়েন করা হচ্ছে। এই প্রথম চিন সীমান্তে স্বল্প পাল্লার মিসাইল মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনা। সব মিলিয়ে চিনকে তাদের ভাষাতেই কড়া বার্তা দিল নয়াদিল্লি।

Around The Web

Trending News

You May like