Aajbikel

‘বেআইনি সম্পত্তি থাকলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলুন’, বললেন মুখ্যমন্ত্রী, এত দিন পরে জবাব কেন?

 | 
mamata

নিজস্ব প্রতিনিধি:   সদ্য মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজনের নামে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার বিষয়টি নিয়ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য নবান্নে সাংবাদিক বৈঠক থেকে আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "আমার বাড়ির কেউ সরকারি জমি দখল করে থাকলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নামে এত সম্পত্তি! তাই নিয়ে কেস করেছে। সেটা টিভিতে দেখিয়েছে। পরিবারের কে কোথায় আছে আমি জানি না। সেটা তাঁরা বলবেন। আমি যে এলাকায় থাকি সেটা রানি রাসমনির জায়গা। আমরা ঠিকা প্রজা হিসেবে আছি। নিজেদের কোনও জমি নেই। আমি মুখ্যসচিবকে বলেছি, মন্ত্রিসভাকে বলেছি ভূমিরাজস্ব সচিব তদন্ত করে দেখুন। যদি এমন কোনও তথ্য থাকে বা তথ্য পান জমি দখল করে আছি, বা কাউকে পাইয়ে দিয়েছি তাহলে সেটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। আমার ভাইয়েরা সব আলাদা থাকে, ঠিকঠাক দেখাই হয় না। কয়েকটি সংবাদ মাধ্যমে কেন দেখানো হয়েছে"?

উল্লেখ্য ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামেরা অভিযোগ করে বলতে শুরু করে যে, কালীঘাট অঞ্চলে ৩০টির বেশি প্লট বেআইনিভাবে দখল করে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিভিন্ন সময়ে সিপিএমের দলীয় মুখপত্রে এ বিষয়ে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নানা স্তরে আলোচনা হয়েছে। কিন্তু কখনই মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে অস্বাভাবিক হারে সম্পত্তি বৃদ্ধির বিষয় নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ঠিক তারপরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রীকে এমন কড়া প্রতিক্রিয়া দিতে শোনা গেল। তাই বহু বছর ধরে বামেরা যে অভিযোগ করছে এতদিন পর মুখ্যমন্ত্রী তার জবাব দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে জবাব দেওয়ার সময়কাল নিয়েই চর্চা হচ্ছে বেশি।

এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। সেই সূত্রে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের একাংশকে দুষে বলেছেন, তারা যেভাবে এগুলি পরিবেশন করছে তা একেবারেই ঠিক কাজ হচ্ছে না। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন," আমি সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছি। এমন নোংরা রাজনীতি দেখলে অনেকদিন আগেই রাজনীতি থেকে বিদায় নিতাম"।


উল্লেখ্য অস্বাভাবিক সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে আদালতে যে মামলা হয়েছে তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে শুনানির আগেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূলকে নিশানা করতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। আর সেই জায়গা থেকে এবার বিরোধীদের সপাট জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী যে সময় এমন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তা বেশ তাৎপর্যপূর্ণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এনে রাজ্যে তদন্তের গতি বহু গুণে বাড়িয়েছে সিবিআই এবং ইডি। স্বাভাবিকভাবেই বিষয়গুলি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে সর্বক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলছে তারা। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই সঙ্গে বিরোধীদের সপাট জবাব দিলেন তিনি।

Around The Web

Trending News

You May like