নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় ক্রমশ তদন্তের জাল গুটিয়ে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়েছে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের পাশাপাশি ইডিও গ্রেফতার করেছে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। আর তাঁকে এবার দিল্লি নিয়ে যেতে মরিয়া তারা। তবে গরু পাচার মামলায় সায়গল হোসেনকে গ্রেফতার করলেও, আইনি জটিলতায় তাঁকে দিল্লি নিয়ে যেতে পারেনি ইডি। তাই এবার সায়গলকে দিল্লি নিয়ে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। মঙ্গলবার হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে তাঁরা আসানসোল সংশোধনাগারে বন্দি। ইতিমধ্যেই সায়গলের বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। যার উৎস সন্ধানে সমান্তরাল তদন্ত করছে ইডি। আর সেই সূত্রে আসানসোল সংশোধনাগারে গিয়ে জেরার পর জবাবে বহু অসঙ্গতি মেলায় সায়গলকে গ্রেফতার করেছে ইডি।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। বহুদিন ধরেই ইডি চাইছে অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি যেতে। সেখানে গিয়ে এনামুল হকের মুখোমুখি বসিয়ে তাঁদের জেরা করতে চান ইডি আধিকারিকরা। কারণ ইডি মনে করছে এই তিনজনকে একসঙ্গে বসিয়ে জেরা করতে পারলে গরু পাচার মামলায় এমন কিছু তথ্য উঠে আসবে, যাতে তদন্ত দ্রুত শেষ করে ফেলা যাবে। কিন্তু তার জন্য প্রয়োজন আদালতের অনুমতি। আর সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
বহু চেষ্টা করেও জামিন পাননি অনুব্রত এবং সায়গল। একজন সামান্য কর্মী হয়ে যেভাবে সায়গল হোসেন বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তা দেখে অবাক তদন্তকারীরা। সিবিআই এবং ইডি নিশ্চিত গরুপাচার মামলায় বেআইনি ভাবে যে বিপুল টাকার কারবার চলেছে দীর্ঘদিন ধরে, তার একটা বড় অংশ রয়েছে অনুব্রতর দেহরক্ষী সায়গলের কাছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা মনে করছেন সায়গলকে জেরা করে আরও বহু প্রভাবশালীন নাম পাওয়া যাবে গরু পাচার মামলায়। সেক্ষেত্রে গোটা বিষয়টি আগামী দিনে অন্য মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট সায়গল নিয়ে ইডির আবেদনের ভিত্তিতে কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে সবার।