বাংলায় রথযাত্রার পথে বিজেপি! দুর্বল সংগঠনে জোয়ার আনতে কি হিন্দুত্বই ভরসা বিজেপির?

বাংলায় রথযাত্রার পথে বিজেপি! দুর্বল সংগঠনে জোয়ার আনতে কি হিন্দুত্বই ভরসা বিজেপির?

নিজস্ব প্রতিনিধি: ১৯৯০ সালে লালকৃষ্ণ আদবানির হাত ধরে গোটা দেশ দেখেছিল কীভাবে হিন্দুত্ববাদ জাগিয়ে তোলা যায়। সেই প্রথম রথযাত্রা কর্মসূচি চালু করেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন আদবানি। সেই কর্মসূচি ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বলা বন্ধ তখন থেকেই দেশজুড়ে প্রসারিত হতে শুরু করে বিজেপি। এরপর বিজেপির কর্মসূচিতে বহুবার রথযাত্রা দেখা গিয়েছে।

আগামী লোকসভা নির্বাচনের আগে যা ফের দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে। সূত্রের খবর, চব্বিশের লক্ষ্য পূরণে রাজ্য জুড়ে রথযাত্রার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। রাজ্যে ছটি রথযাত্রার আয়োজন করা হবে। একেকটি রথের একেকরকম নাম। পাহাড় থেকে সাগরজুড়ে পালিত হবে। একেকটি রথযাত্রার উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দলের শীর্ষ নেতৃত্ব। যদিও এ বিষয়ে মুখ খোলেননি রাজ্য বিজেপি নেতৃত্ব।

একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি কার্যত ঘরে ঢুকে গিয়েছিল। সেই নির্বাচনের ধাক্কা তারা সামলাতে পারেনি। তাই দেখা গিয়েছে বাংলায় পরবর্তীকালে একের পর এক বিধানসভা, লোকসভার উপনির্বাচন এবং পুরসভাগুলির নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল যেখানে লাগাতার সাফল্য পেয়েছে। এমনকী নবান্ন অভিযান-সহ বেশ কিছু সরকার বিরোধী কর্মসূচিতে সামিল হয়ে বামেরাও যথেষ্ট প্রচারের আলোয় উঠে এসেছে। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার বা গরু পাচার ঘটনার পর রাজ্য জুড়ে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, তা নিয়ে লাগাতার আন্দোলন করে কিছুটা হলেও জনসমর্থন ফিরে পেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে জনসমর্থন আরও বাড়াতে। সেক্ষেত্রে তাদের মূল লক্ষ্য হিন্দুত্ববাদকে হাতিয়ার করা। আর সেই কারণেই লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে বেশ কয়েকটি রথযাত্রা কর্মসূচি নিয়েছে তারা।

বিজেপি নিশ্চিত রথযাত্রার মাধ্যমে তারা হারানো সমর্থন আবার ফিরে পাবে। আর সেই সূত্রেই লোকসভার আগে চেনা ছকে ফিরতে চাইছে গেরুয়া শিবির। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের অনুকূলে সেভাবে নেই। জেতা আসনের কটা তারা ধরে রাখতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। তাই এখন থেকেই প্রচারে ধামাকা আনতে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে তারা। সেই অনুযায়ী তৈরি হচ্ছে ব্লু প্রিন্ট। তবে এই রথযাত্রা কর্মসূচি বিজেপিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কতটা সফল এনে দিতে পারে সেটা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =