কলকাতা: নিজের গড়ের পুরসভা হাতছাড়া হতেই তৃণমূলের উপর পাল্টা চাপ বাড়াতে নয়া কৌশল নিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ তৃণমূল বিধায়কদের দলবদলের জল্পনা উস্কে দিয়ে মুকুল রায়ের দাবি, বিজেপি পথে পা বাড়াতে যোগাযোগ রাখছে ১০৭ বিধায়ক৷ মুকুলের এহেন মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শনিবার সাংবাদিক বৈঠক করে মুকুল রায় দাবি করেন, তাঁর সঙ্গে রাখছেন অন্তত ১০৭ জন বিধায়ক৷ সেই তালিকায় রয়েছে তৃণমূল থেকে শুরু করে বাম-কংগ্রেসের বিধায়করা৷ মুকুল রায়ের এহেন দাবি প্রসঙ্গে অভিষেকের খোঁচা, ‘‘নিজের পাড়ার কাউন্সিলরকে যিনি রক্ষা করতে পারেন না, দল ভাঙিয়ে নিয়ে গিয়েও রাখতে পারেন না, তিনি আবার বিধায়কদের সামলাবেন৷ কথায় বলে না, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন৷ আসলে এক শ্রেণির রাজনীতিকদের স্বভাবই হল মিথ্যা বলে দিল্লির নেতাদের কাছে নম্বর বাড়ানো৷’’
Mukul Roy, BJP in Kolkata: 107 West Bengal MLAs from CPM, Congress and TMC will join BJP. We have their list prepared and they are in contact with us pic.twitter.com/SJ48v5WHMW
— ANI (@ANI) July 13, 2019
শনিবার সাংবাদিক বৈঠক করে কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভা ফের তৃণমূলের দখলে দাবি জনান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, হালিশহরে বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরেছেন৩ জন কাউন্সিলর৷ আর তাতেই পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল৷ হালিশহর পুরসভার ২৩ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন তৃণমূলের৷ কাঁচরাপাড়ায় বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে৷ ১৯ জন কাউন্সিলর নিয়ে কাঁচরাপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল৷ হালিশহরে তৃণমূলের ৮ কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়ে মঙ্গলবার ফের তৃণমূলে ফিরে আসেছেন বলে দাবি করেন ফিরহাদ হাকিম৷