ভারতের কমিউনিস্ট পার্টির ১০০ বছর, কিছু প্রাসঙ্গিক প্রশ্ন

কলকাতা: ১৯২০ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর – ভারতের কমিউনিস্ট আন্দোলনের উজ্জ্বল শতবর্ষ একটি প্রাসঙ্গিক প্রশ্ন রেখে গেল – ভোট রাজনীতির নিরিখে কমিউনিস্টরা কি এদেশে ক্ষয়িষ্ণু? যদি তাই হয় তবে সে দায় কে নেবে। যে কমিউনিস্ট নেতারা আজকাল স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে ভোটযন্ত্রে স্থানান্তরিত করতে পারেন না, তাঁরা দায়িত্ব নেবেন কী? শতবর্ষ পা

3 stocks recomended

কলকাতা: ১৯২০ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর – ভারতের কমিউনিস্ট আন্দোলনের উজ্জ্বল শতবর্ষ একটি প্রাসঙ্গিক প্রশ্ন রেখে গেল – ভোট রাজনীতির নিরিখে কমিউনিস্টরা কি এদেশে ক্ষয়িষ্ণু? যদি তাই হয় তবে সে দায় কে নেবে। যে কমিউনিস্ট নেতারা আজকাল স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে ভোটযন্ত্রে স্থানান্তরিত করতে পারেন না, তাঁরা দায়িত্ব নেবেন কী?

শতবর্ষ পা দেওয়া ভারতের কমিউনিস্ট পার্টির পুঁজি এখন শুধুই কেরল। ওই রাজ্যেই ক্ষমতার আছে বামপন্থীরা। বাংলা এবং ত্রিপুরায় ক্ষমতা ফিরে পাওয়ার সুখস্বপ্ন এখনও বামেরা দেখেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশেষত, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দলের সাংগঠনিক পরিস্থিতি যেকোনও বাম-সমর্থকের কাছেই গভীর উদ্বেগের। তবে যেহেতু নির্বাচনী জয়-পরাজয় বা ভোটশতাংশের হিসাবই সবসময় রাজনৈতিক দলের যাত্রাপথ নিয়ন্ত্রণ করে না, তাই এদেশে বামপন্থী রাজনীতি আজও প্রাসঙ্গিক তা এক বাক্যে স্বীকার করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মূল ধারার রাজনীতিতে পিছিয়ে পড়লেও শ্রমিক বা কৃষক আন্দোলন বা কর্মচারী সংগঠনগুলির দাবি আদায়ের লড়াইয়ে বাম দলগুলিই আজও ভরসা। কারণ, সাধারণ মানুষ জানে, একমাত্র নিঃস্বার্থ এবং কায়েমি স্বার্থহীন গণ আন্দোলন এদেশে বামপন্থীরাই করেছে।

তাই বার বার বাম আন্দোলনে মানুষের ঢল নেমেছে। যদিও এই সমর্থনের শক্তিকে ভোটবাক্সে প্রতিফলিত করার ব্যাপারে বাম নেতাদের ব্যর্থতাও সমানভাবে উল্লেখ্য। ১০০ বছরের সর উত্তর দেবেন কি বাম নেতারা? ১০০ বছর আগে, ১৯২০ সালের ১৭ অক্টোবরে সেই সময়ের সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে মাত্র সাত জনের হাত ধরেই ভারতের কমিউনিস্ট যুগের সূচনা হয়েছিল। মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, ইভলিন ট্রেন্ট রায়, রোজা ফিটিনগভ, মহম্মদ আলি, মহম্মদ সফিক এবং এমবিপিটি আচার্য সূচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি। সেই পথ চলা শুরু। ১৯২০ সালের ১৭ অক্টোবর তাসখন্দ থেকে প্রথম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মহম্মদ সফিক। ১৯৬৪ সালে কলকাতায় শুরু হয় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)। ভেঙে যায় ভারতের কমিউনিস্ট পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *