ইটানগর: গোটা দেশের মতো অরুণাচল প্রদেশেও বইছে ভোটের হাওয়া। আগামী ১১ এপ্রিল প্রথম দফার লোকসভার সঙ্গে বিধানসভার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে। ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার কাজটাও সেরে ফেলেছেন সব দলের প্রার্থীরা।
বিধানসভার ৬০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৪ জন প্রার্থী। তাঁদের মধ্যে আবার ১৩১ জনই কোটিপতি। ধনীতম প্রার্থী হিসেবে সবার শীর্ষে রয়েছেন তিনবারের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের মধ্যে ৬৭ জনের মোট সম্পত্তির পরিমাণ ৫ কোটিরও বেশি। আবার আবার ৪৪ জন প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ২ থেকে ৫ কোটির মধ্যে।
এবার রাজ্যের শাসক দল বিজেপির প্রার্থীদের মধ্যে ৫৪ জনই হলেন কোটিপতি। অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের ৩০ জন প্রার্থী কোটিপতি। এবারই প্রথম ভোটে প্রার্থী দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। এই দলের ১১ জন প্রার্থী হলেন কোটিপতি। এছাড়াও পাঁচজন নির্দল প্রার্থী সম্পত্তি এক কোটির বেশি।