৫ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডবে ৩৫ জনের মৃত্যু, তুঙ্গে রাজনীতি

নয়াদিল্লি: একদিকে নির্বাচন, অন্যদিকে ৫ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডবে ৩৫ জনের মৃত্যু৷ আর এই প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে তুঙ্গে রাজনীতি৷ টুইট যুদ্ধ প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর৷ মঙ্গলবার রাতে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির দাপটে মৃত হয়েছে ৩৫ জনের৷ আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর৷ মৃতদের পরিবারকে দু’লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজারি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা

৫ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডবে ৩৫ জনের মৃত্যু, তুঙ্গে রাজনীতি

নয়াদিল্লি: একদিকে নির্বাচন, অন্যদিকে ৫ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডবে ৩৫ জনের মৃত্যু৷ আর এই প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে তুঙ্গে রাজনীতি৷ টুইট যুদ্ধ প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর৷

মঙ্গলবার রাতে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির দাপটে মৃত হয়েছে ৩৫ জনের৷ আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর৷ মৃতদের পরিবারকে দু’লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজারি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে৷ বুধবার সকালে টুইট করে মনো লেখেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমি স্তব্ধ৷ গুজরাটের ক্ষতিগ্রস্তদের পাশে আছি৷

বুধবার শুধুমাত্র গুজরাটের জন্য মোদির টুইটের পাল্টা আক্রমণ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। বলেন, আপনি শুধুমাত্র গুজরাটের কথা কেন উল্লেখ করলেন৷ ঝড়-বৃষ্টির প্রভাবে পাঁচ রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মনে রাখবেন, মধ্যপ্রদেশে বিজেপি না থাকলেও মানুষ এখানে বসবাস করেন৷ তাঁদের জন্য সহানুভূতি দেখান৷’’

বুধবার রাতে প্রবল ঝড় ও তুমুল বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ৷ দিল্লি ও বিহারেও মারা গিয়েছেন ২জন। প্রাকৃতিক দুর্যোগে পাঁচ রাজ্যে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানের জয়পুর, ঝালাওয়াড়, আলোয়াড়, রাজসমন্দ জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রদেশে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল ইনদওর, ধার, রতলাম, ছিন্দওয়াড়া। গুজরাতের উত্তর অংশ ও বনসকাটা, বৈজলের মতো জেলা প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। গুজরাতে বন্যায় মৃতদের পরিবার ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *