রেশনে ভর্তুকি ছেড়ে ৪০ লাখ জনতা চাইলেন পরিচয় পত্র!

কলকাতা: নাগরিক আইন ও এনআরসি আতঙ্কে রাজ্য সরকারের দেওয়ার পরিচয়পত্র পেতে ভর্তুকিহীন রেশন কার্ড সংগ্রেসের হিড়িক৷ সূত্রের খবর, ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য প্রায় ৪০ লক্ষ মানুষ আবেদন করেছেন৷ এই সংখ্যা আরও বাড়তে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর৷ জানা গিয়েছে, ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য প্রায় এক কোটি মানুষ তাঁদের আবেদন জমা করিয়েছেন৷ এর মধ্যে

রেশনে ভর্তুকি ছেড়ে ৪০ লাখ জনতা চাইলেন পরিচয় পত্র!

কলকাতা: নাগরিক আইন ও এনআরসি আতঙ্কে রাজ্য সরকারের দেওয়ার পরিচয়পত্র পেতে ভর্তুকিহীন রেশন কার্ড সংগ্রেসের হিড়িক৷ সূত্রের খবর, ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য প্রায় ৪০ লক্ষ মানুষ আবেদন করেছেন৷ এই সংখ্যা আরও বাড়তে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর৷

জানা গিয়েছে, ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য প্রায় এক কোটি মানুষ তাঁদের আবেদন জমা করিয়েছেন৷ এর মধ্যে পরিচয়পত্র হিসাবে ভর্তুকিহীন রেশন কার্ড পেতে আবেদন জমা পড়েছে ৪০ লাখ৷ নতুন রেশন কার্ড পেতে স্বেচ্ছায় ভর্তুকি ছাড়াও আবেদন করেছেন তাঁরা৷

অনলাইন ও অফলাইনে ১০ নম্বর ফর্ম পূরণ করার এই অবেদন জমা পড়েছে বলে খবর৷ ভর্তুকি ছেড়ে দেওয়ায় ওই গ্রাহককে পরিচয়পত্র হিসাবে একটি ঝা চকচকে রেশন কার্ড দেওয়া হবে৷ গ্রাহকদের বাড়িতে ডাক যোগাযোগের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে খাদ্য দপ্তরের তরফে৷ কেননা, এর আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল, যাঁরা রেশন ভর্তুকি ছাড়তে চান, তাঁদের জন্য পৃথক একটি পরিচয়পত্র দেবে রাজ্য সরকার৷ সেই কার্ড অনান্য পরিচয়পত্রের মতো ব্যবহার করা যাবে৷ ফলে, নয়া এই ভর্তুকিহীন রেশন কার্ড পাওয়া গেলে ধীরে ধীরে পরবর্তী নথিপত্র তৈরির কাজ সহজ হয়ে যাবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷

অন্যদিকে, ভর্তু পাওয়া গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ জোর কদমে চলছে৷ ভর্তুকিতে খাদ্য পেতে গেলে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূল হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যের পাঁচ কোটি গ্রাহক আধার নম্বর সংযুক্তিরণ করিয়েছেন বলে খবর৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত আধার সংযুক্তিকরণের কাজ চলবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *