Aajbikel

জোড়াসাঁকোয় অমিত শাহ, রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে ২৫শে বৈশাখ পালন

 | 
জোড়াসাঁকোয় অমিত শাহ, রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে ২৫ শে বৈশাখ পালন

কলকাতা: ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন অমিত শাহ। পূর্ব ঘোষণা মতই, এদিন ১১ টা নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠাকুরবাড়িতে তাঁকে স্বাগত জানান সকলে। ঠাকুরবাড়ির প্রাঙ্গণে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অমিত শাহ। এরপর ঠাকুরবাড়ি পরিদর্শন করেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী জানান, এদিন ঠাকুরবাড়ি ঘুরে দেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নানা তথ্য জানতে চান অমিত শাহ। কবিগুরুর জন্ম সময়, জন্ম তিথি সহ আরও নানা তথ্য তিনি জানতে চান বলে খবর। চক্রবর্তী। উপাচার্যের কথায়, ‘‘জোড়াসাঁকোয় ঘুরতে ঘুরতে অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় এবং তিথি কী জানতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে সেই তথ্য আমাদের হাতের কাছে নেই। উনি তথ্য জেনে নিয়ে, ওনাকে জানাতে বলেছেন”।

এছাড়াও বিচিত্রা ভবনে আইনস্টাইনের সঙ্গে কবিগুরুর ছবি দেখে শাহ জানতে চান যে, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের এই সাক্ষাৎ কোথায় হয়েছিল? রবি ঠাকুরের বংশতালিকাও দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বকবির পরিবারের কেউ রয়েছেন কি না, সে ব্যাপারেও খোঁজ নেন।   অমিত শাহ আগেই জানিয়েছিলেন যে, কবিগুরু যে ঘরে থাকতেন, যেসব আসবাব ব্যবহার করতেন, সেগুলি দেখতে চান। সেই মতো এদিন ঠাকুরবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তিনি ঘুরে দেখেন। গ্যালারিতে থাকা বিভিন্ন ছবি দেখে তার বর্ণনা খুঁটিয়ে পড়েন শাহ। অমিত শাহের সঙ্গে জোড়াসাঁকোয় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়।  জোড়াসাঁকো ঘুরে দেখে অমিত শাহ খুশি হয়েছেন বলেই জানিয়েছেন উপাচার্য। ঠাকুরবাড়ি পরিদর্শনের পর ভিজিটার্স বুকে মতামতও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাতি ভাষায় মতামত লিখেছেন শাহ, এমনটাই জানা গিয়েছে।

জোড়াসাঁকোর তরফে রবীন্দ্রনাথ সম্পর্কিত কিছু বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর হাতে। যদিও এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। জোড়াসাঁকো থেকে বেরিয়ে পেট্রাপোল সীমান্তের কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। যদিও, বিজেপির এই রবীন্দ্র প্রীতিকে মোটেই ভাল চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। ভোটের আগে অমিত শাহের এই কর্মসূচি বাঙালিকে কাছে টানার চেষ্টা বলেই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। শাহের জোড়াসাঁকো সফরকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, চব্বিশের লোকসভা ভোটে বাঙালির মন পেতেই রবীন্দ্রনাথকে ব্যবহার করছে বিজেপি।

Around The Web

Trending News

You May like