কাশ্মীরে কাজে গিয়ে নিখোঁজ বাংলার ২২ শ্রমিক, বাড়ছে উদ্বেগ

ইংরেজবাজার: ইদের ছুটিতে বাড়ি আসবে বলে জানিয়েছিলেন পরিবারকে৷ কিন্তু ইদ পেরিয়ে গেলেও ঘরে ফেরেনি ছেলে৷ আর তাতেই বেড়েছে উদ্বেগ৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ফোন-ইন্টারনেট পরিষেবা বন্ধ৷ দীর্ঘদিন ধরে পরিবার সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ এখনও মেলেনি কোনও সন্ধান৷ দিন ১৫ হতে চললেও তাঁদের কোনও সন্ধান না পেয়ে চূড়ান্ত উদ্বেগ দিন কাটাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানা

কাশ্মীরে কাজে গিয়ে নিখোঁজ বাংলার ২২ শ্রমিক, বাড়ছে উদ্বেগ

ইংরেজবাজার: ইদের ছুটিতে বাড়ি আসবে বলে জানিয়েছিলেন পরিবারকে৷ কিন্তু ইদ পেরিয়ে গেলেও ঘরে ফেরেনি ছেলে৷ আর তাতেই বেড়েছে উদ্বেগ৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ফোন-ইন্টারনেট পরিষেবা বন্ধ৷ দীর্ঘদিন ধরে পরিবার সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ এখনও মেলেনি কোনও সন্ধান৷ দিন ১৫ হতে চললেও তাঁদের কোনও সন্ধান না পেয়ে চূড়ান্ত উদ্বেগ দিন কাটাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানা ২২ শ্রমিকের পরিবারের৷

তাঁদের অভিযোগ, কোনভাবেই তাঁদের প্রিয়জনদের সঙ্গে কথা হচ্ছে না৷ তাঁদের কোনরকম যোগাযোগ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন হরিশ্চন্দ্রপুর শ্রমিক পরিবারের একাংশ৷  জানা গিয়েছে এই এলাকায় ২২ জনের একটি দল কাশ্মীরে কাজের জন্য গিয়েছিলেন৷ কিন্তু ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের ইন্টারনেট-ফোন পরিষেবা বন্ধ থাকায় কোন যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে৷ প্রিয়জনের সন্ধান পেতে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন হরিশ্চন্দ্রপুরের ২২ শ্রমিকের পরিবার৷ থানায় অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন৷ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে৷

মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে৷ অবিলম্বে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২২ জন শ্রমিক গত জুনে কাশ্মীরে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে৷ ৮ আগস্ট ইদে বাড়ি ফেরার কথা থাকলেও তাঁদের কোনও খোঁজ মিলছে না৷ পরিবারের সদস্যদের খোঁজ না পেয়ে চূড়ান্ত উদ্বেগে দিন কাটাচ্ছেন নিখোঁজ শ্রমিকের পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =