তৃণমূল নেতার বাড়িতেই ঘাঁটি গেড়েছিল ২ জেএমবি জঙ্গি!

কলকাতা: হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে চার জঙ্গি গ্রেপ্তারির ঘটনায় নয়া মোড়৷ ফেরিওয়ালা সেজে উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়েছিল দুই জেএমবি জঙ্গি৷ আজ, বৃহস্পতিবার সেই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর গোপন নথিপত্র উদ্ধার করল এসটিএফ৷ বাড়ি ভাড়া নেওয়ার জন্য জঙ্গিরা জাল ভোটার ও আধার কার্ড ব্যবহার করেছিল বলে অভিযোগ৷ উলুবেড়িয়ার লায়েকপাড়ায় স্থানীয় তৃণমূল

তৃণমূল নেতার বাড়িতেই ঘাঁটি গেড়েছিল ২ জেএমবি জঙ্গি!

কলকাতা: হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে চার জঙ্গি গ্রেপ্তারির ঘটনায় নয়া মোড়৷ ফেরিওয়ালা সেজে উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়েছিল দুই জেএমবি জঙ্গি৷ আজ, বৃহস্পতিবার সেই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর গোপন নথিপত্র উদ্ধার করল এসটিএফ৷ বাড়ি ভাড়া নেওয়ার জন্য জঙ্গিরা জাল ভোটার ও আধার কার্ড ব্যবহার করেছিল বলে অভিযোগ৷

উলুবেড়িয়ার লায়েকপাড়ায় স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল মল্লিকের দাবি, ফেরিওয়ালা সেজে দুটি ঘরে ২৪০০টারায় জিয়াউল রহমান ও মামুনউর রসিদ নামে দু’জনকে বাড়ি ভাড়া দেন৷ কিন্তু, তিনি ঘুণাক্ষরেও জানতে পারননি ভাড়াটেরা আদলতে জঙ্গি৷ তবে, ভাড়াটেদের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ ছিল বলে তিনি আগেই জানতে পেরেছিলেন৷

মঙ্গলবার সকালে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতদের ম্যারাথন জেরা করে জঙ্গিদের ঘাঁটির হদিশ পায় তদন্তকারীরা৷ ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ, উলুবেড়িয়ার লায়েকপাড়ায় স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় এটিএফ৷ তল্লাশিতে জঙ্গি কার্যকলাপের নথিপত্র, বই, সিডি ও হাতে আঁকা কিছু স্কেচ উদ্ধার করা হয়৷ এসটিএফ সূত্রে খবর, ধৃত দুই জঙ্গি কলকাতার ক্যানিং স্ট্রিট ও নাখোদা মসজিদ চত্বর থেকে বেশকিছু খেলনা সামগ্রী কিনে বাড়িতে মজুত করে রাখে৷ কিন্তু, কেন খেলনা সামগ্রী কেনা হয়েছিল? খেলনার মাধ্যমে কী বিস্ফোরণ ঘটানোর ছক ছিল ধৃত জঙ্গিদের? তদন্ত শুরু করেছে এসটিএফ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =