কলকাতা: প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেপ্তার পৈলান গোষ্ঠীর কর্ণধার অপূর্ব সাহা৷ পৈলান গোষ্ঠীর কর্ণধারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷
এর আগে একাধিকবার পৈলান গোষ্ঠীর ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রায় ৫০০ কোটি টাকা বেআইনিভাবে বাজার থেকে তোলার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে৷ আজ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছে সিবিআই৷ কোথায় কত সম্পত্তি রয়েছে তা জানার চেষ্টা শুরু করেছে সিবিআই তদন্ত করে আধিকারিকরা৷
অভিযোগ, সারাদা-রোজভ্যালির মতো বাজার থেকে মোটা সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি৷ দীর্ঘদিন ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল৷ আজ গোষ্ঠীর কর্ণধারকে ডেকে পাঠানো হয়৷ প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় সিবিআই৷ গ্রেপ্তার পর্বের আগে তাঁকে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে৷ আগামীকাল খুব সম্ভবত তাঁকে আদালতে তোলা হতে পারে৷