ফ্রিতে গ্যাস পেতে পরিবারের সব সদস্যের আধার বাধ্যতামূলক

কলকাতা: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে এবার পরিবারের প্রত্যেকের আধার নম্বর দিতে হবে। তা না হলে এলপিজি সংযোগ পেতে সমস্যা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন চিফ জেনারেল ম্যানেজার (মার্কেটিং, এলপিজি) অভিজিৎ দে। এ নিয়ে তাঁর ব্যাখ্যা, কেউ যাতে এই প্রকল্পে সুযোগের অপব্যবহার করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা।

প্রাথমিক বিদ্যালয়ে মিলবে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ

কলকাতা: কলকাতার প্রাথমিক বিদ্যালয়ে এবার মিলবে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ। কলকাতা পুরসভা পরিচালিত ১৫৭টি প্রাথমিক স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করতে চলেছে কর্তৃপক্ষ। পুরসভার হিন্দি, উর্দু, ওড়িয়া মাধ্যম স্কুলেও যাতে ছাত্রছাত্রীরা ইংরেজি পড়তে পারে, সে বিষয়েও চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘প্রথম ধাপে ২০ স্কুলে বাংলার পাশাপাশি