9f1931a74cc10cdca139a8ff84be66f6

করোনা শনাক্তকরণ নিয়েও ভাবনাচিন্তা করছিলেন সুশান্ত, করছিলেন অ্যাপ তৈরির পরিকল্পনা

মুম্বই: অভিনয় ছিল তাঁর পেশা। কিন্তু তাঁর নেশা ছিল বিজ্ঞান। তাই বাড়ির বারান্দায় তিনি বসিয়েছিলেন টেলিস্কোপ। কথা হচ্ছে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে। ওই টেলিস্কোপের মাধ্যমে আকাশের দিকে নজর রাখতেন সুশান্ত। দেখতেন বিভিন্ন নক্ষত্র, গ্রহ। তবে সুশান্তের যাত্রা এখানেই থেমে ছিল না। সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে কাজ করতে শুরু করেছিলেন তিনি।

c3e29b96dc2741d5fe595d51bb292d51

রিয়ার ‘দুই বাবা’ ষড়যন্ত্র করে খুন করেছে সুশান্তকে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস জিম ইন্সট্রাক্টরের

মুম্বই: সুশান্তের মৃত্যু তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে সুশান্ত ঘনিষ্ঠ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে সুশান্ত সিং রাজপুতের জিম ইনস্ট্রাক্টর সুনীল শুক্লা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন রিয়া চক্রবর্তী ও তাঁর 'দুই বাবা' মিলে একসঙ্গে ছক কষে সুশান্ত সিং রাজপুতকে হত্যা করেছেন। এর পিছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েচেন তিনি।

45d04e3722ad83eff84479a68285c223

‘সত্যিটা জানতে সাহায্য করুন’, সুশান্তের মৃত্যু তদন্তে CBI হস্তক্ষেপ চেয়ে আবেদন দিদির

মুম্বই: ক্রমশই ঘনিয়ে উঠছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার জট। একের পর এক নতুন তথ্য যেমন সামনে আসছে, তেমনই এই মামলার তদন্ত নিয়েও জলঘোলা হচ্ছে। মুম্বই পুলিশ, বিহার পুলিশ, সিবিআই, ইডি সবাই মামলার শেষ দেখতে চাইছে। এবার মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি।

c380391ed8f0614a7f59606d034d3e36

বয়ান রেকর্ডের দিন পিছনোর অনুরোধ রিয়ার, আবেদন খারিজ করল ইডি

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখন মুখ্য চরিত্র হয়ে দাঁড়িয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী। সিবিআই থেকে শুরু করে ইডি সবাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু কোনও খোঁজ নেই তাঁর। এই পরিস্থিতিতে আইনজীবী সতীশ মানেশিন্দে ইডির কাছে বয়ান রেকর্ডের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে এরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রিয়া যদি তাঁর বয়ান রেকর্ড না করেন, তবে শুক্রবার সকাল সাড়ে এগারটার মধ্যে তাঁকে নতুন করে সমন পাঠানো হবে।

59e52229c602370c4783d5286bf39691

নবান্নের কোষাগারে সাইবার হানা রুখতে তীক্ষ্ণ হচ্ছে নজরদারি, আসছে নয়া প্রযুক্তি

এই ব্যবস্থা গ্রহণের ফলে রাজ্য কোষাগারকে বাইরের সাইবার হানা থেকে বাঁচানো যাবে বলে দাবি করল অর্থমন্ত্রক। তাদের মতে, এর ফলে কমবে গোপন তথ্য ফাঁস, হ্যাকিং কিংবা তথ্য বিকৃতির মতো সাইবার অপরাধ।