সবচেয়ে সস্তার রেমডিসিভির বাজারে আনল জাইডাস, করোনার এই ওষুধের দাম কত জানেন?

নয়াদিল্লি: ওষুধ সংস্থা জাইডাস ক্যাডিলা কোভিড-১৯ এর চিকিৎসার জন্য ভারতে সবচেয়ে কম দামী জেনেরিক অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিভাইভার সংস্করণ চালু করেছে। ইনজেকশনের ১০০ মিলিগ্রামের শিশিটির জন্য ২ হাজার ৮০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ওষুধের নাম রাখা হয়েছে রেমডাক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে এটিই দেশের সবচেয়ে সস্তার রেমডেসিভির ব্র্যান্ড।

নয়াদিল্লি: ওষুধ সংস্থা জাইডাস ক্যাডিলা কোভিড-১৯ এর চিকিৎসার জন্য ভারতে সবচেয়ে কম দামী জেনেরিক অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিভাইভার সংস্করণ চালু করেছে। ইনজেকশনের ১০০ মিলিগ্রামের শিশিটির জন্য ২ হাজার ৮০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ওষুধের নাম রাখা হয়েছে রেমডাক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে এটিই দেশের সবচেয়ে সস্তার রেমডেসিভির ব্র্যান্ড।

ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শারভিল প্যাটেল বলেন, “কোভিড-১৯ এর চিকিৎসায় রোগীরা যাতে এই ওষুধ পায় তার চেষ্টা করছি আমরা। তাই রিম্যাডাককে সবচেয়ে সাশ্রয়ী ওষুধ হিসেবে বাজারে আনছি।” সংস্থাটি জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসাকারী সরকারী ও বেসরকারী হাসপাতালে পৌঁছে দেওয়া হবে এই ওষুধ। এর জন্য একটি শক্তিশালী বিতরণ চেন তৈরির কথাও জানানো হয়েছে যার মাধ্যমে এই ওষুধটি ভারত জুড়ে সরবরাহ করা হবে। তিনি আরও জানান, করোনা মহামারীটি চলাকালীন প্রতিটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রচেষ্টা ছিল যে যাতে ওষুধ এই স্বাস্থ্যসেবা সংকটে লোকদের হাতে পৌঁছয়। করোনা যুদ্ধে সবাই একসঙ্গে কাজ করছে। তা সে করোনা ভ্যাকসিনের বিকাশ, ওষুধের জোগান, চিকিৎসা, ওষুধ বিতরণ, ডায়াগনস্টিক পরীক্ষা- যাই হোক না কেন। এটি তেমনই একটি প্রয়াস।

চলতি বছরের জুনে, জাইডাস গিলিয়েড সায়েন্সেস ইনকের সঙ্গে রিমডেসিভির তৈরি ও বিক্রি করার জন্য একটি চুক্তি করেছিল। এটি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (USFDA) দ্বারা অনুমোদিত ছিল। করোনা উপসর্গ যে সব রোগীদের শরীরে রয়েছে তাদের চিকিৎসার জন্য জরুরীভাবে এটি ব্যবহারের অনুমোদন জারি করে ভারত সরকার। গুজরাটে এই ড্রাগ তৈরি হচ্ছে। এছাড়া জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকভ-ডি এখন ক্লিনিকাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *