সুমেরুর উপর বিশ্বের দীর্ঘ পথে বিমান উড়িয়েছিলেন ক্যাপ্টেন জোয়া! স্বীকৃতি মিলল মার্কিন মুলুকে

সুমেরুর উপর বিশ্বের দীর্ঘ পথে বিমান উড়িয়েছিলেন ক্যাপ্টেন জোয়া! স্বীকৃতি মিলল মার্কিন মুলুকে

নয়াদিল্লি: ইতিহাসে এই প্রথম৷ আমেরিকার বিখ্যাত ‘এভিয়েশন মিউজিয়াম’-এ  জায়গা করে নিলেন এক ভারতীয় পাইলট৷ তিনি জোয়া আগরওয়াল৷ কিন্তু কী এমন করেছেন জোয়া?

আরও পড়ুন- ২৬/১১-র মতো মুম্বই হামলার হুমকি, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের জালে ১

আকাশ ছোঁয়ার স্বপ্ন তো অনেকেই দেখে৷ কিন্তু কতজন সেই পূরণ করতে পারেন৷  মেয়েদের ক্ষেত্রে এই স্বপ্ন পূরণের পথখানি আরওই কঠিন৷  অর্ধেক আকাশের স্বপ্নটুকও অনেক সময় অধরা থেকে যায়! সেখানে আকাশকে ছুঁয়ে দেখা মোটেই সহজ কথা নয়। তবে কেউ কেউ কঠিন কাজই করে দেখিয়েছেন৷ তার মধ্যে একজন হলেন জোয়া। তিনি শুধু আকাশের বুক চিড়ে ছুটে চলেননি, গড়েছেন নজির৷

ভারতীয় বিমান চালক হিসাবে সানফ্রান্সিসকোর মিউজিয়ামে জায়গা পাকা করা জোয়ার কৃতিত্ব অনেকটাই৷ ২০২১ সালের কথা৷ এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে সুমেরুর উপর দিয়ে যাত্রা করে মহিলা পাইলটদের একটি দল৷ এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং কঠিন পথ বলে পরিচিত৷ সুমেরুর উপর দিয়ে ১৬ হাজার কিলোমিটারের সেই দীর্ঘ আকাশ পথ পার করার নেতৃত্বে ছিলেন জোয়া আগরওয়াল৷ সুমেরুর উপর দিয়ে বিমান ওড়ানোর এই চ্যালেঞ্জ এয়ার ইন্ডিয়া সাধারণত তাঁর সেরা পাইলটদের উপরেই দিয়ে থাকে৷ সে বার সেই দায়িত্ব ছিল এয়ার ইন্ডিয়ার একদল মহিলা ক্যাপ্টেনের উপর। আর সেই দলের নেতৃত্বে ছিলেন এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন জোয়া আগরওয়াল৷ 

যদিও সাফল্যের নজির এটাই প্রথম নয়৷  ২০১৩ সালেও একটি রেকর্ড গড়েছিলেন ক্যাপ্টেন জোয়া। সে বার সব থেকে কম বয়সী মহিলা পাইলট হিসাবে বোয়িং-৭৭৭ বিমান উড়িয়েছিলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে সম্মানিত হয়ে আপ্লুত জোয়া। তাঁর কথায়, ‘‘এহেন প্রাপ্তি যে কারও কাছেই সৌভাগ্যের ও সম্মানের। এ যেন স্বপ্ন৷ প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। দায়িত্ব আরও বেড়ে গেল। নিজের সবটুকু দিয়ে তা পালনের চেষ্টা করব।’’