নয়াদিল্লি: ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় ‘জুম’ মিটিং অ্যাপ। বিশেষ করে লকডাউনের মাঝে এর জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গিয়েছে৷ তবে ভিডিও বৈঠক করার জন্য এই অ্যাপ একেবারেই নিরাপদ নয় বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার সরকারে তরফে জানানো হয়েছে, এরপরেও যাঁরা জুম অ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চাইবেন, তাঁদের জন্য তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট গাইডলাইন৷
এদিন স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ‘‘এই অ্যাপটি কোনও ভাবেই নিরাপদ নয়৷ এমনকী ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে৷ এই বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে সিইআরটি-ইন্ডিয়া৷’’ সরকারের গাইডলাইনে বলা হয়েছে, কনফারেন্স রুমে অবৈধ প্রবেশ রুখতে গাইডলাইন মেনে চলতে হবে৷ এতে ভাইরাসের ভয়ও দূর হবে৷ এই অ্যাপ ব্যবহারকারীদের নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে সীমাবদ্ধ করে ‘ডস' আক্রমণ এড়ানো সম্ভব হবে৷
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, ওয়েবসাইটে ইউজারদের জুম অ্যাকাউন্ট থেকে লগইন করেই যাবতীয় সেটিং ঠিক করতে হবে৷ নতুবা ভিডিও বৈঠকের সময় পিসি, ল্যাপটপ বা মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে৷ এই অ্যাপটির যে ‘প্রাইভেসি' সংক্রান্ত এবং নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে তা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক বর্ষীয়ান আধিকারিক। তিনি জানান, টিকটিক-এর মতো জুম-এর অধিকাংশ সার্ভার চিনে অবস্থিত৷ এই অ্যাপটির একাধিক দুর্বলতা ধরা পড়েছে৷ এর মাধ্যমে চলছে নানা সন্দেহজনক কাজ৷
Ministry of Home Affairs (MHA) says, “Zoom is not a safe platform”, issues advisory for those who want to use it. Zoom is an online video-conferencing application/software. pic.twitter.com/zhWsFaLQr4
— ANI (@ANI) April 16, 2020
অপর এক আধিকারিকের কথায়, ‘‘ব্যবসা-বাণিজ্য, সরকারি কাজ অথবা অন্য যে কোনও ক্ষেত্র, যেখানে গোপনীয়তা একান্ত প্রয়োজন সেখানে এই সফটওয়্যারটি একেবারেই ব্যবহার করা উচিত নয়।''
এই অ্যাপের মাধ্যমে সংগঠিত বৈঠকের তথ্য পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সাবধান করেছেন তিনি৷