১৩% কর্মী ছাঁটাই করতে চলেছে জ্যোমাটে, কোপ পড়বে বেতনেও

১৩% কর্মী ছাঁটাই করতে চলেছে জ্যোমাটে, কোপ পড়বে বেতনেও

নয়াদিল্লি:  করোনার পরিস্থিতিতে একের পর এক সংস্থায় চলছে কর্মী ছাঁটাই৷ কোপ পড়ছে বেতনে৷ এবার সেই তালিকায় জুড়ল খাবার সরবরাহকারী অ্যাপ জ্যোমাটোর নাম৷ শুক্রবার সংস্থার তরফে জানানো হল, ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে তারা৷ সেইসঙ্গে জুন মাস থেকে আগামী ছয় মাসের জন্য ৫০ শতাংশ পর্যন্ত কর্মীদের বেতন কাটা হবে বলেও জানানো হয়েছে৷ তৃতীয় পর্যায়ের লকডাউনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে কর্মী ছাঁটাই এবং বেতন কাটার কথা ঘোষণা করল জ্যোমাটো৷ 

এদিন জ্যোমাটোর প্রতিষ্ঠাতা তথা সিইও দীপিন্দর গোয়েল  একটি বিজ্ঞপ্তিতে বলেন, ‘‘আমরা জ্যোমাটোকে আরও সঙ্ঘবদ্ধ করতে চাইছি৷ তবে বর্তমান পরিস্থিতিতে সকল কর্মীবৃন্দর জন্য যথেষ্ট কাজের যোগান দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না৷’’ তিনি আরও বলেন, ‘‘চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা সকল কর্মীদের কাছে ঋণী৷ কিন্তু সংস্থার প্রায় ১৩ শতাংশ কর্মীকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা এগোতে পারব না৷’’

জ্যোমাটোর সহ প্রতিষ্ঠাতা গৌরব গুপ্ত এবং সিইও মোহিত গুপ্ত জানান, আগামী কয়েক দিন ভিডিও কলের মাধ্যমে সকল কর্মীর সঙ্গেই যোগাযোগ রাখা হবে৷ তাঁরা যাতে শীঘ্রই নতুন চাকরি খুঁজে পান, সেই দিকেও নজর রাখা হবে৷’’ কর্তৃপক্ষ সব পরিস্থিতিতেই আর্থিক ও মানসিকভাবে কর্মীদের সঙ্গে থাকবে বলেও আশ্বস্ত করা হয়েছে৷ যাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে কোম্পানির তরফে জুম কল আসবে৷ তবে যাঁদের চাকরি থাকবে, তাঁদের ৬ ঘণ্টার মধ্যেই ই-মেল করে জানানো হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =