সুখবর! এবার বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেবে জোম্যাটো

এবার বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেবে অনলাইন হোম ডেলিভারি সংস্থা জোম্যাটো৷ দেশের ৮০টিরও বেশি শহরে এই পরিষেবা চালু করতে চলেছে তারা৷ শুধু দেশের নয়, বিদেশের রেস্তোরাঁগুলিতেও প্রয়োজনে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে৷

9a9b5d43554dd4da0274f2563d6583ad

নয়াদিল্লি:  এবার বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেবে অনলাইন হোম ডেলিভারি সংস্থা জোম্যাটো৷ কলকাতা-সহ দেশের ৮০টিরও বেশি শহরে এই পরিষেবা চালু করতে চলেছে তারা৷ শুধু দেশের নয়, বিদেশের রেস্তোরাঁগুলিতেও প্রয়োজনে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে৷

জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল সংস্থার ব্লগে জানান, ‘‘দেশের ৮০টিরও বেশি শহরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ডেলিভারির কাজ শুরু করেছি৷ ইন্ডিয়া পোস্টের পরেই বৃহত্তর ডেলিভারি নেটওয়ার্ক রয়েছে আমাদের৷ এই সংকটের সময়ে মানুষের কাছে কী ভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায়, আমরা সেই চেষ্টাই করছি৷’’ তিনি আরও জানান, গ্রাহকরা ডেলিভারি বয়দের কাছ থেকে সরাসরি জিনিস নিতে না চাইলে, তাঁদের বাড়ির দরজায় রেখে দেওয়া হবে অর্ডার দেওয়া সামগ্রী৷  

গোয়েল বলেন, লকডাউনের জেরে সারা দেশের ব্যবসা মার খাচ্ছে৷ অসম্ভব খারাপ অবস্থার মধ্যে রয়েছে রেস্তোরাঁ ও ফুড ডেলিভারি সংস্থাগুলি৷ গোটা বিশ্ব এক বিরাট সমস্যার মুখোমুখি হয়েছে। এটাই সময় আমরা নিজেরাই নিজেদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পিছিয়ে পড়া থেকে নিজেদের আটকাতে পারি৷” 

পাশাপাশি তিনি আরও জানান, ‘‘প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগান দেওয়ার জন্য স্থানীয় দোকানের সঙ্গে যোগাযোগ করা হবে। সেখান থেকেই জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেবেন সংস্থার কর্মীরা৷ হোম স্ক্রিনে থাকা জোম্যাটো মার্কেট সেকশন থেকে অর্ডার দিতে পারবেন উপভোক্তারা।’’ সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ধীরে ধীরে পরবর্তী সপ্তাহে কলকাতা, মুম্বই, চণ্ডীগড় ও আহমেদাবাদের মতো অন্যান্য শহরে মিলবে পরিষেবা৷

পাশাপাশি, দু’মাসের জন্য বিনামূল্যে গোল্ড মেম্বারশিপের সুযোগ দিচ্ছে জোম্যাটো। আগামী দু’মাসের জন্য এই সুযোগ মিলবে ভারত, সংযুক্ত আরব আমীরশাহী, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, লেবানন, তুরস্ক, কাতার এবং নিউজিল্যান্ডে। করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই জোম্যাটোর তরফে এক লক্ষেরও বেশি দিনমজুর পরিবারের হাতে রেশন তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ২০টি শহরে এই পরিষেবা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *