বেজিং: নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টিকটক বন্ধ করে দেওয়া হয়েছে৷ এরপর টিকটকের চিফ এক্সিকিউটিভ কেভিন মেয়ার পদত্যাগ করেছেন৷ ভারতে টিকটকের কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন৷ এর মধ্যে চিঠি লিখলেন টকটকের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। তিনি জানিয়েছেন, ভারতে টিকটকের সমস্যা মিটিয়ে ফেলার দ্রুত চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন- মাদকের নেশা বুঁদ একাধিক অভিনেতা, সঙ্গীতশিল্পী! নজর নার্কোটিক বিভাগের
ভারতে টিকটকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছিল। তরুণ প্রজন্মের মধ্যে টিকটকের জনপ্রিয়তা সব থেকে বেশি দেখা গিয়েছিল। কিন্তু ২৯ জুনের পর থেকে পরিস্থিতি পালটে যায়। গালওয়ানে ভারতের সঙ্গে চিনের সেনাদের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। এরপরেই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত ৪৯টি অ্যাপের পাশাপাশি টিকটক অ্যাপও বন্ধ করে দেয়। ভারতে টিকটকের অনেক কর্মীরা অনিশ্চয়তায় পড়ে যান। টিকটকের অনেক গ্রাহক এই অ্যাপ থেকে আয় করতেন। তাঁরাও বিপাকে পড়ে যান। তাঁদের আশ্বস্ত করতে ঝ্যাং চিঠি লেখেন। তিনি জানান, বিশ্বে টিকটক অসুবিধার মধ্যে পড়েছে। আমেরিকা ও ভারতে সব থেকে বেশি বিপাকে পড়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন- দেশের প্রতিরক্ষায় ঢালাও বিদেশি বিনিয়োগ, আত্মনির্ভরতার ধ্বজা ওড়ালেন মোদী
ভারতের পাশাপাশি আমেরিকাতেও নিষেধাজ্ঞার মুখে পড়ে টিকটক। মার্কিন প্রেসিডেন্ট চাইছেন, কোনও মার্কিন নাগরিককে টিকটক বিক্রি করে দেওয়া হোক। এর তীব্র বিরোধিতা করেছেন ঝ্যাং। আদালতের দ্বারস্থও তিনি হয়েছেন বলে জানা গিয়েছে৷