২২ গজকে বিদায় জানিয়ে অভিনয়ের ইন্টারভিউ দিচ্ছেন যুবরাজ সিং!

আজ বিকেল: ক্রিকেট ছেড়েই অভিনয় শুরু করে দিলেন ২০১১-র বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার যুবরাজ সিং। নানা গল্প বা ফ্লুক নয়, আজ হটস্টারের ওয়েব সিরিজ দেখলেই দুধ কা দুধ পানি কা পানি হো যায়ে গা। শুধু একবার হটস্টারে গিয়ে ‘দ্য অফিস’ ওয়েব সিরিজটি দেখতে হবে। হ্যাঁ তো একদম ঠিক দেখছেন, নবীন চাড্ডার বিপরীতে বসে যিনি ইন্টারভিউ

২২ গজকে বিদায় জানিয়ে অভিনয়ের ইন্টারভিউ দিচ্ছেন যুবরাজ সিং!

আজ বিকেল: ক্রিকেট ছেড়েই অভিনয় শুরু করে দিলেন ২০১১-র বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার যুবরাজ সিং। নানা গল্প বা ফ্লুক নয়, আজ হটস্টারের ওয়েব সিরিজ দেখলেই দুধ কা দুধ পানি কা পানি হো যায়ে গা। শুধু একবার হটস্টারে গিয়ে ‘দ্য অফিস’ ওয়েব সিরিজটি দেখতে হবে।

হ্যাঁ তো একদম ঠিক দেখছেন, নবীন চাড্ডার বিপরীতে বসে যিনি ইন্টারভিউ দিচ্ছেন, তিনি আর কেউ নন, আমার আপনার সকলের প্রিয় যুবি, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী বাঁহাতি ব্যাটস ম্যান ওভার বাউন্ডারির সম্রাট যুবরাজ সিং। জাতীয় দলে খেলার মঞ্চকে বিদায় জানিয়ে সেলুলয়েডে ছক্কা মারতে এক্কেবারে তৈরি তিনি। এদিকে হটস্টার এতবড় প্রচার তো সহজে ছাড়তে পারে না, তাই সিরিজের কয়েকটি ছবি টুইটারে দিতেই ভাইরাল হয়েছে। যুবিও অভিনয়ের প্রসঙ্গ অস্বীকার করেননি। তাঁর মতে এটি মজার অভিজ্ঞতা, আন্তর্জাতিক  ও জাতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে একটু মজার ছলে জীবন কাটাতেই তিনি এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে পাকাপাকি অভিনয়ে আসছেন কিনা সে প্রসঙ্গ এড়িয়েই গেলেন। এদিকে অনেকেরই দাবি স্ত্রী হেজেল কিচ নিজে এত বড় অভিনেত্রী যখন তখন বড় পর্দায় যুবরাজের সুযোগ পেতে মোটেও অসুবিধা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =