আজ বিকেল: অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীর বিরুদ্ধে এবার যৌন হেনস্তার অভিযোগ উঠল। অভিযোগের তির সুইগির ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগ, খাবার দিতে এসে মহিলার হাত ধরে টানাটানি করেছে সুইগির ডেলিভারি বয়। এমনকী অশালীন ইঙ্গিত করতেও ছাড়েনি। বিপদে পড়তে পারেন এই বুঝে কোনওরকমে খাবারের প্যাকেটটি হস্তগত করে ওই যুবকের মুখের সামনেই দরজা বন্ধ করে দেন যুবতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা একটি বেসরকারি সংস্থার কর্মী। রাতে অফিস থেকে ফেরার পথে তিনি সুইগি-তে খাবার অর্ডার করেছিলেন। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় দরজায় কড়া নাড়ে। খাবার নিতে গিয়ে মহিলা দেখেন ডেলিভারি বয় তাঁর সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছে, তিনি পরিস্থিতি এড়াতে গেলে ওই যুবক তাঁর হাত চেপে ধরে। বাড়িতে কেউ আছে কিনা বোঝার চেষ্টা করতে থাকে। কোনওরতমে নিজেকে রক্ষা করেন ওই যুবতী। এরপরেই সুইগি-তে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন।
বলাবাহুল্য, সুইগি কর্তৃপক্ষ তাঁর অভিযোগকে বিশেষ পাত্তা দেয়নি। তখন সোশ্যাল মিডিয়ায় তিনি বিষয়টি নিয়ে সরব হলে সুইগির টনক নড়ে। সংস্থার তরফে ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি ২০০ টাকার কুপন পাঠিয়ে দেওয়া হয় ওই মহিলাকে। এই ঘটনায় রীতিমতো অপমানিত যুবতী, তাঁর অভিযোগ কুপন দিয়ে দায় এড়াছে সুইগি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এরআগে ফুট ডেলিভারি সংস্থার খাবারের প্যাকেডে রক্ত মাখা মেডিকেটেড ব্যান্ডেজ পেয়েছিলেন এক ব্যক্তি। পরে সেই খাবারের ছবি ব্যান্ডেজ সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেন ওই ক্রেতা। ছবিটি ভাইরাল হওয়ায় এর জল অনেকদূর গড়ায়। এর আগে পচা খাবার, এঁটো খাবার, এসবের অভিযোগ উঠলেও ডেলিভারি বয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এই প্রথম।