নয়াদিল্লি: কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলায় মার্চ মাসেই লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্র। ৩ মে পর্যন্ত চলবে এই লকডাউন। তবে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। এই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশিত হয়েছে। সেই নির্দেশিকা অমান্য করলে শাস্তির মুখে পড়তে পারেন আপনি। এমনকী, গুনতে হবে জরিমানাও। বুধবার প্রকাশিত এই নির্দেশিকা অনুসারে আপনাকে মেনে চলতে হবে এই নিয়মগুলি:
১। কর্মক্ষেত্র অথবা বাড়ির বাইরে বেরলে সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। প্রয়োজনে বাড়িতে তৈরি মাস্কও পরতে পারেন আপনি।
২। রাস্তাঘাটে বা অন্য কোনও পাবলিক প্লেসে থুতু ফেললে গুনতে হতে পারে জরিমানা। মদ, গুটখা, তামাকজাতীয় দ্রব্য বিক্রিতে নিষেধাজ্ঞা।
৩। কোনও প্রতিষ্ঠান বা রাস্তাঘাটে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও জারি থাকবে বিশেষ নজরদারি।
৪। সংস্থাগুলির উদ্দেশ্যে জানানো হয়েছে, একটা শিফট শেষ ও পরবর্তী শিফট শুরুর মধ্যে অন্তত ১ ঘণ্টা ব্যবধান রাখতে হবে। ৬৫ বছরের ওপরে বয়স, এমন কর্মীদের প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দিতে হবে।
৫। সরকারি ও বেসরকারি, উভয় সংস্থার কর্মীদের আরোগে সেতু অ্যাপ্লিকেশন ডাউনলোড করায় উৎসাহ দিতে বলা হয়েছে।
৬। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিয়মিত স্যানিটাইজ করতে হবে। প্রত্যেক শিফটের পর স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
৭। বড়সড় বৈঠকের ক্ষেত্রে সাময়িক বিরতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
৮। অফিস, কারখানার মতো কর্মক্ষেত্রগুলিতে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম যাতে সঠিকভাবে মেনে চলা হয়, সেই দিকে নজর রাখতে হবে সংস্থাগুলির।
৯। কোভিড ১৯ মোকাবিলায় জারি হওয়া সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা নজর রাখবে জেলাশাসক। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুসারে আইনানুগ ব্যবস্থা ছাড়াও জরিমানার মুখে পড়তে পারেন আপনি।
১০। করোনা মহামারী মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্যও বিশেষ নির্দেশিকা দিয়েছে কেন্দ্র।