শ্রীনগর: বিদেশে পড়তে যেতে চান আফজল গুরুর ছেলে গালিব গুরু। নিজেকে ভারতীয় হিসেবে গর্ববোধ করেন গালিব।
স্পষ্টই বলেছেন, আমার কাছে আধার কার্ডও আছে। এবার বিদেশে পড়াশোনার জন্য পাসপোর্টের আবেদন করেছি। ২০০১ সালে সংসদে যখন হামলা হয়, তখন গালিবের বয়স মাত্র দু’বছর। আফজলের ফাঁসি হয়েছে ২০১৩ সালে। তবে বরাবরই ভাল ফল করে এসেছেন গালিব। ডিস্টিংশন নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, বিদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই তাঁকে স্কলারশিপ দিতে চাইছে। তাই উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশ যেতে চান। তাঁর পছন্দের বিষয় চিকিৎসাবিদ্যা। বরাবরই ভালো ছাত্র গালিব। জম্মু ও কাশ্মীর বোর্ড আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি ৮৮ শতাংশ নম্বর পেয়েছেন। দশম শ্রেণীর পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৫ শতাংশ। পাঁচটি বিষয়েই তিনি এওয়ান গ্রেড পেয়েছিলেন।