নয়াদিল্লি: যোগীর হুঙ্কারের মধ্যেই নতুন বিভ্রাট। ফের সম্ভবত পিছিয়ে যেতে চলেছে অযোধ্যা মামলার শুনানি। তাও আবার বিচারপতির অভাবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিচারপতি শরদ বোদ্বেকে বিশেষ পরিস্থিতির কারণে পাওয়া যাবে না। সেজন্যই শুনানি পিছিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ পাঁচ সদস্যের বেঞ্চে ২৯ জানুয়ারি থেকে শুনানি শুরু হওয়ার কথা ছিল। বাকি বিচারপতিরা হলেন, বিচারপতি আব্দুল নাজির এবং বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি শরদ বোদ্বে। গত দু’দিন আগেই অযোধ্যা মামলায় নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।