লখনউ: সেনার ছবি ব্যবহার করে ভোট প্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে জাতীয় নির্বাচন কমিশন৷ কিন্তু, কমিশনের তরফে যতই বিধিনিষেধ চাপানো হোক না কেন, সেনার আবেগ মাখতে মরিয়া বিজেপি৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার ৪৮ ঘণ্টার ব্যবধানে কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এয়ার স্ট্রাইক ইস্যুতে টুইট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
মঙ্গলবার নিজের টুইটার পেজে যোগী আদিত্যনাথ লেখেন, ‘‘এয়ার স্ট্রাইককে লোকসভা ভোটের হাতিয়ার করার চেষ্টা যোগী আদিত্যনাথের, পাক-অধিকৃত কাশ্মীরে মোদির নেতৃত্বাধীন সরকার যে এয়ার স্ট্রাইক করেছে, তাতে আবারও সরকার গড়বেন মোদি৷’’
মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ ভোটের মুখে এয়ার স্ট্রাইককের ইস্যু খুঁচিয়ে তুলে যোগীর ভোটে জেতার প্রত্যাশা ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস৷