ভারতের দিকে পা বাড়ালেই তালিবানের উপর এয়ার স্ট্রাইক! ঘোষণা যোগীর

ভারতের দিকে পা বাড়ালেই তালিবানের উপর এয়ার স্ট্রাইক! ঘোষণা যোগীর

লখনউ: আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই গো বলয়ের সবথেকে বড় রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই হয়তো হঠাৎ আফগানিস্তান এবং তালিবান প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি ঘোষণা করে দিলেন, তালিবান যদি চেষ্টা করে ভারতের দিকে পা বাড়ানোর তাহলে সঙ্গে সঙ্গে এয়ার স্ট্রাইক হবে! সেইরূপ প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সরকার।

সামাজিক প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্যটি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে তাতে ভারতের শক্তি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারোর নেই বলে মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান এবং পাকিস্তান চেষ্টা করছে ভারতে অশান্তি তৈরি করার কিন্তু কেন্দ্রীয় সরকার থাকতে এমনটা হবে না। যোগীর কথায়, তালিবান খুব ভালো করে জানে যে তারা যদি ভারতের দিকে চোখ তুলে তাকায় তাহলে তাদের ওপর এয়ার স্ট্রাইক হবে। তিনি এও দাবি করেন, এয়ার স্ট্রাইক করার জন্য বিমান প্রস্তুত করে রেখেছে কেন্দ্রীয় সরকার।

তালিবান প্রসঙ্গে মন্তব্য করা ছাড়াও রাজ্যের বিরোধী দলগুলিকে নিশানা করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বিজেপি সরকার আসার আগে পর্যন্ত উত্তরপ্রদেশের সেভাবে কোনো উন্নয়ন হয়নি। রাজ্যের উন্নয়নের জন্য আগের সরকার কোনো কাজ করেনি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এক দিকে যেমন রাজ্যে উন্নয়ন হয়েছে অন্যদিকে অরাজকতা কমেছে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ঘোষণা করে দিয়েছেন যে আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =