লখনউ: দেশে কোভিড ১৯ পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমেই। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য তবলিঘি জামাতকে দায়ী করেছেন। তাদের এই অপরাধের শাস্তি হওয়া দরকার বলেও জানিয়েছেন তিনি।
দেশের বর্তমান যা পরিস্থিতি, সেখানে দেশবাসীকে এক হয়ে লড়তে হবে, এই কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর ভাষণেও। সংবাদমাধ্যমের কাছে একই সুর শোনা গেল যোগী আদিত্যনাথের কথায়। তিনি বলেন, 'এটা সারা বিশ্বের কাছে সঙ্কটজনক পরিস্থিতি। আর এর বিরুদ্ধে তামাম দেশবাসীকে এক হয়েই লড়তে হবে। আমাদের কাছে এটা সৌভাগ্য যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব পাচ্ছি। তাঁর নেতৃত্বেই আজ ১৩৫ কোটি দেহবাসী নিজেদের সুরক্ষিত ভাবতে পারছে। আমাদের দেশের যা জনসংখ্যা সেখানে আমরা যদি আমেরিকা বা পশ্চিমের দেশগুলির তুলনা করি, তাতে আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে ভারত অনেকটাই নিরাপদ রয়েছে।'
তবে বর্তমান পরিস্থিতির জন্য তিনি দায়ী করেছেন তবলিঘি জামাতকে। তাঁর কথায়, 'গোটা দেশে করোনা সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বাহক হিসেবে কাজ করেছে তবলিঘি জামাতরা। তারা যে কাজ করেছে, তা একপ্রকার অপরাধ। এই জন্য শাস্তি দেওয়া উচিত তাদের।' তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আক্রান্ত হওয়া কোনও অপরাধ নয়। কিন্তু কোভিড ১৯-এর মতো মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর লুকানো নিঃসন্দেহে অপরাধ। যাঁরা এই নিয়ম অমান্য করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেব আমরা।'
একদিন আগেই কেন্দ্র সরকার রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের তালিকা প্রকাশ করেছে। এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, 'রেড জোনে আমরা এমন কোনও রকম পদক্ষেপ করব না, যার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।' পাশাপাশি করোনার জেরে গোটা বিশ্বে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংবাদমাধ্যমের সক্রিয়তার প্রশংসা করেছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য সমস্ত সংবাদকর্মীদের অভিনন্দনও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।