Aajbikel

শ্যুট আউটে খতম গ্যাংস্টারের বাজেয়াপ্ত জমিতে ফ্ল্যাট গড়ে চাবি বিলি করলেন যোগী

 | 
যোগী আদিত্যনাথ

 লখনউ:  ক্ষমতায় আসার পরই তিনি বলেছিলেন, কোনও রকম অপরাধ সহ্য করা হবে না৷ সব অপরাধ গুঁড়িয়ে দেওয়া হবে৷ সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন৷ এবার নয়া কীর্তি করলেন ‘বুলডোজার বাবা’ যোগী আদিত্যনাথ৷ 

 


পুলিশি হেফাজতে থাকাকালীন হাসপাতালের মধ্যেই শ্যুট আউটে খুন হন গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদ ও তাঁর ভাই। গত এপ্রিল মাসে প্রয়াগরাজের সেই ঘটনা ঝড় তুলেছিল গোটা দেশে। সেই নিহত গ্যাংস্টার আতিকের প্রয়াগরাজের জমি বাজেয়াপ্ত করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সেই জমির উপর গড়ে ওঠা ৭৬টি ফ্ল্যাটের চাবি বৃহস্পতিবার গরিব পরিবারের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। জুন মাসের গোড়ায় লটারির মাধ্যমে প্রাপকদের নাম বেছে নেওয়া হয়েছিল৷ এদিন নিজের হাতে চাবি বিতরণ করলেন মুখ্যমন্ত্রী৷ 

 


চাবি বিতরণের আগে নিজে ফ্ল্যাটগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন গরিব শিশুদের সঙ্গেও। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যও।  সরকারি কর্তারা জানিয়েছেন,  ফ্ল্যাটগুলির ক্ষেত্রফল প্রায় ৪৪২ বর্গফুট। রয়েছে দু’টি করে ঘর, একটি রান্নাঘর এবং শৌচাগার। 

Around The Web

Trending News

You May like