Aajbikel

ভোলবদলে টিকা নিতে ইচ্ছুক রামদেব! চিকিৎসকদের ‘ভগবানের দূত’ আখ্যা

 | 
রামদেব
 

দেরাদুন:  ভোলবদল! এক সময় তিনিই বলেছিলেন করোনা টিকার প্রয়োজন নেই তাঁর৷ যোগ ব্যায়াম আর আয়ুর্বেদই যথেষ্ট৷ নিজের সেই অবস্থান থেকে এবার ১৮০ ডিগ্রি সরে এলেন যোগগুরু বাবা রামদেব৷ জানিয়ে দিলেন, শীঘ্রই টিকা নেবেন তিনি৷ সেই সঙ্গে চিকিৎসকদের ‘ভগবানের দূত’ বলেও উল্লেখ করেন যোগগুরু৷ 

আরও পড়ুন- ৫ বছরের নীচে শিশুদের মাস্ক নয়, নির্দেশিকা কেন্দ্রীয় সংস্থার


প্রসঙ্গত, দিন কয়েক আগে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল৷ তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসকরা৷ কিন্তু এবার তাঁর গলায় উল্টো সুর৷ ১৮ ঊর্ধ্ব সকল নাগরিককে প্রধানমন্ত্রীর বিনা মূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানালেন যোগগুরু৷ এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলেই মন্তব্য তাঁর৷ এদিন হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব দেশের সকল নাগরিককে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ আপনারা সকলে টিকা নিন৷ সেই সঙ্গে যোগাসন ও আয়ুর্বেদের সাহায্যেও নিজেদের ডবল সুরক্ষিত রাখুন৷ যা করোনার বিরুদ্ধেও রক্ষাকবচ গড়ে তুলবে৷’’  
 

কবে টিকা নিচ্ছেন তিনি? এক জবাবে রামদেব জানান, খুব শীঘ্রই সে কথা জানিয়ে দেবেন৷ তিনি আরও বলেন, আপানারা টিকার ডবল ডোজ নিয়ে নিন৷ তাহলে কাউকে আর করোনায় মরতে হবে না৷ সেই সঙ্গে ভালো অ্যালোপ্যাথি চিকিৎকদের ‘পৃথিবীতে ঈশ্বরের দূত’ বলেও উল্লেখ করেন রামদেব৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েন (আইএমএ)-এর সঙ্গে বিবাদ প্রসঙ্গে তিনি বলেন, কোনও প্রতিষ্ঠানের সঙ্গেই সংঘাত নেই তাঁর৷ চিকিৎসকরা সত্যই ভগবানের আশীর্বাদ হয়ে এসেছেন৷ কোনও চিকিৎসক ব্যক্তিগত ভাবে ভুল করে থাকতে পারেন৷’’ জরুরি চিকিৎসা ও শল্য চিকিৎসায় অ্যালোপ্যাথিই যে সেরা, সেকথাও স্বাকীর করে নেন বাবা রামদেব৷

Around The Web

Trending News

You May like