‘হ্যাঁ, আমি চৌকিদার’, BJP-র ‘টাইটেল সং’ প্রকাশ মোদির

নয়াদিল্লি: নয়া স্লোগান তুলে ভোটের বাজারে ঝাঁপাতে চলেছে বিজেপি৷ ভোটের বাজারে মোদিকে সামনে রেখে ফের ‘চৌকিদার’ তত্ত্বকেই তুলে ধরে ‘টাইটেল সং’ প্রকাশ বিজেপির৷ খোদ নরেন্দ্র মোদি বিজেপির প্রচারের স্লোগান ও টাইটেল সং’-এর সূচনা করলেন৷ বিজেপি সূত্রে খবর, ‘ম্যায় ভি চৌকিদার, এই স্লোগান তুলে প্রচারপর্ব শুরু করবে বিজেপি। এই একই শিরোনাম দিয়ে টুইটারে একটি ভিডিও আপলোডও করেছেন

‘হ্যাঁ, আমি চৌকিদার’, BJP-র ‘টাইটেল সং’ প্রকাশ মোদির

নয়াদিল্লি: নয়া স্লোগান তুলে ভোটের বাজারে ঝাঁপাতে চলেছে বিজেপি৷ ভোটের বাজারে মোদিকে সামনে রেখে ফের ‘চৌকিদার’ তত্ত্বকেই তুলে ধরে ‘টাইটেল সং’ প্রকাশ বিজেপির৷ খোদ নরেন্দ্র মোদি বিজেপির প্রচারের স্লোগান ও টাইটেল সং’-এর সূচনা করলেন৷

বিজেপি সূত্রে খবর, ‘ম্যায় ভি চৌকিদার, এই স্লোগান তুলে প্রচারপর্ব শুরু করবে বিজেপি। এই একই শিরোনাম দিয়ে টুইটারে একটি ভিডিও আপলোডও করেছেন নরেন্দ্র মোদি৷ সেখানে তিনি লেখেন, “আপনাদের চৌকিদার এখনও দাঁড়িয়ে আছে মাথা তুলে৷ এবং জাতির সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছে৷’’

রাফাল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন৷ ‘চৌকিদার চোর হ্যায়’ এই স্লোগানও তুলেছেন সোনিয়াপুত্র। মনে করা হচ্ছে, এরই জবাবে বিজেপির এই নতুন নির্বাচনী স্লোগান৷

নরেন্দ্র মোদি তাঁর টুইটার অ্যাকাউন্টটিতে লেখেন, ‘‘শুধু আমিই একা নই। যাঁরা যাঁরা দুর্নীতি, নোংরা ও সমাজের শত্রুদের সঙ্গে লড়াই করছেন, তাঁরা প্রত্যেকেই চৌকিদার। ভারতের প্রগতির জন্য যাঁরা লড়াই করছেন প্রত্যেকেই চৌকিদার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =