Aajbikel

গঙ্গায় পদক ভাসাতে যাবেন কুস্তিগিররা! অস্বস্তি বাড়ছে মোদী সরকারের

 | 
wrestlers

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তারা। কিন্তু দেশের হয়ে সম্মান এনে দেওয়া কুস্তিগিরদের অভিযোগে কর্ণপাত পর্যন্ত করেনি নরেন্দ্র মোদী সরকার। অভিযুক্ত সাংসদ পদে তো বহাল আছেনই, উলটে সম্প্রতি কুস্তিগিরদেরই আটক করা হয়েছিল। এই পরিস্থিতিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ারা। জানা গেল, তারা নিজেদের জেতা সব পদক গঙ্গায় ভাসাতে যাবেন। 

ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগিররা। মঙ্গলবার সন্ধেতেই হরিদ্বারের গঙ্গায় বিশ্বমঞ্চে প্রাপ্ত নিজেদের অর্জন করা পদক বিসর্জন দেবেন তারা বলে ঠিক করেছেন। অবশ্যভাবেই বলা যায়, এই ঘটনায় মুখ পুড়বে মোদী সরকারের। এমনিতেই নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় কুস্তিগিররা বিক্ষোভ দেখানোয় তাদের জোর করে আটক করার ঘটনায় ছিছিক্কার পড়েছে দেশে। সমাজ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা চলছে। তার পর এমন একটা খবর সামনে আসায় সত্যিই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। 

এদিকে আটক হওয়ার পর থানা থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধেই বড় অভিযোগ করেন কুস্তিগিররা। ভিনেশ ফোগাট সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মহিলা কুস্তিগিরদের 'প্রাইভেট ভিডিয়ো' বানিয়েছেন থানার এসিপি! তাদের হাতে নাকি ধরাও পড়েন তিনি। কুস্তিগিরের বক্তব্য, নিরাপত্তার জন্য ভিডিয়ো করা হয় এই দাবি করে একাধিক মহিলা কুস্তিগিরদের ভিডিও বানিয়েছিলেন ওই পুলিশ কর্তা। নিজের ব্যক্তিগত ফোনেই সেই ভিডিও বানাচ্ছিলেন তিনি তবে ধরা পড়ে যান।  

Around The Web

Trending News

You May like