ইম্ফল: বিগত কয়েকদিন ধরে মণিপুরের অবস্থা আরও খারাপ হয়েছে। ভূমি ধসের কারণে বেড়েছে মৃত্যু। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ধসে বিপর্যস্ত মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। এখনও নিখোঁজ বহু। সংখ্যায় বিচার করলে আপাতত ৫৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এই বিপর্যয়কে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইতিহাসে ননের সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি এও জানিয়েছেন যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে রাজ্যে। তবে এই কাজ শেষ হতে এখনও আরও দু’ থেকে তিন দিন লাগবে।
আরও পড়ুন- মজাচ্ছলে জ্যান্ত মাছ গিলল যুবক, ওঝার ‘ডাক্তারিতে’ গেল প্রাণ
বুধবার রাতে ধস নামে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে। তাই মৃতদের মধ্যে যে বেশিরভাগ সেনা জওয়ান হবেন এটাই আশঙ্কা। ইতিমধ্যে জানা গিয়েছে, মণিপুরের ধসে মৃত্যু হয়েছে দার্জিলিঙের ৯ জওয়ানের। যা নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উদ্ধারকাজ সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছিল। ধসে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের কাজে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মীরা, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মিও সাহায্যে করছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে তাই উদ্ধারকাজ কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।
Loading tweet…
এদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, ”এটা জেনে স্তম্ভিত হয়ে গিয়েছি যে দার্জিলিঙের নয় জওয়ানের (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) মণিপুরে ধসের কারণে মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”