নয়াদিল্লি: সব দেশের নাগরিকরা সর্বসময় নিজেদের সুরক্ষিত মনে করে তাদের দেশের সীমান্তে থাকা সেনাবাহিনীর জন্য। তাদের জন্যই তো আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। তাই প্রত্যেক দেশই চায় তাদের সেনাবাহিনীকে ঢেলে সাজাতে, আরও নতুন নতুন অস্ত্র বা সরঞ্জাম দিয়ে পরিপূর্ণ এবং শক্তিশালী করতে তুলতে। তাহলে বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে পেরেছে কোন দেশ? ভারতের অবস্থানই বা কোথায়? জেনে নেওয়া যাক।
‘গ্লোবাল ফায়ারপাওয়ার’ নামে একটি সংস্থার তরফে সম্প্রতি সেনাবাহিনী নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, কোন দেশের সেনাবাহিনী সবথেকে বেশি শক্তিশালী। সেই রিপোর্ট বলছে, বিশ্বের সবথেকে শক্তিশালী সেনা হল আমেরিকার। তারপরই রয়েছে রাশিয়া। তাহলে ভারত কত নম্বরে? জানা গিয়েছে, এই তালিকায় ভারত আছে চতুর্থ স্থানে। তার আগে আছে চিন। এদিকে যে দেশকে নিয়ে ভারতের সবথেকে বেশি চিন্তা থাকে, আলোচনা হয় বরং বলা ভালো নিশানা করা হয়, সেই পাকিস্তান ভারতের থেকে এই তালিকায় বহুগুণ পিছিয়ে রয়েছে।
সব মিলিয়ে ১৪৫টি দেশকে এই তালিকায় রেখে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। অন্তত ৬০টি মাপকাঠির ওপর নির্ভর করেই এই তালিকা বানানো হয়েছে বলে দাবি করেছে সংস্থা। তবে শক্তিশালী সেনাবাহিনীর কথা তো হল, সবথেকে দুর্বল সেনা কোন দেশের? জানানো হয়েছে, বিশ্বের দুর্বলতম বাহিনী রয়েছে ভূটান আর আইসল্যান্ডের কাছে। অর্থাৎ এই দূটি দেশই তালিকায় সর্বনিম্ন।