Indian Wrestlers
নয়াদিল্লি: কুস্তিগিরদের ওপর বর্বর আচরণ যে বরদাস্ত করা হবে না তা ভারতীয় কুস্তি সংগঠনকে সাফ জানিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। এবার তারা এই ইস্যুতে চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করে দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। ফলে তাদের পরিচালিত কোনও প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিররা অংশগ্রহণ করতে পারবেন না। স্বাভাবিকভাবেই বিপদে পড়লেন ভারতের কুস্তিগিররা।
ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরন সিং কুস্তিগিরদের শারীরিক নির্যাতনে অভিযুক্ত হয়েছেন। তাঁকে গ্রেফতারের দাবিতে পথে নেমে বহুদিন আন্দোলন চালান কুস্তিগিরদের একটা বড় অংশ। পরে তারা পুলিশি নিগ্রহের অভিযোগও করে। তবে সমস্যার সমাধান না মেলায় সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা তাদের এতদিনের জেতা সব পদক গঙ্গায় ভাসাতে পর্যন্ত যান। যদিও শেষমেষ তেমনটা করেননি তারা। কিন্তু বিশ্ব মঞ্চে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। এই ঘটনার নিন্দা করে বিশ্ব কুস্তি সংস্থা। তাদের বক্তব্য ছিল, কোনও ভাবেই কোনও পরিস্থিতিতেই কুস্তিগিরদের এই পরিণতি প্রাপ্য নয়।
গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) জাতীয় কুস্তির নির্বাচনের লক্ষ্যে একটি অ্যাড-হক প্যানেল তৈরি করে দিয়েছিল। বলা হয়েছিল পরবর্তী ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। বিশ্ব কুস্তি সংস্থার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে নির্বাচন না হলে ভারতের কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হবে। এর মধ্যে একাধিক বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও তা হয়নি। এখন তাই চূড়ান্ত সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ফলে অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই নামতে হবে ভারতীয় কুস্তিগিরদের।