সুরাট: বিশ্বের সবচেয়ে উঁচু বহুতলের নাম কী? এই প্রশ্নের উত্তর একটাই, দুবাইয়ের বুর্জ খলিফা। আর বিশ্বের সবথেকে বড় অফিস? আপনি বলবেন, আমেরিকার পেন্টাগন। না এখানেই একটু ভুল হয়ে গেল। বর্তমানে আর এই অফিস বিশ্বের সবচেয়ে বড় নয়। বরং এই তালিকায় শীর্ষে চলে এসেছে ভারত। গুজরাটের একটি অফিস এখন পৃথিবীর সর্ববৃহৎ অফিসের তকমা পেয়েছে। যার কাছে পেন্টাগন হচ্ছে শিশু!
সম্প্রতি ভারতের গুজরাটের সুরাটে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় অফিস, যার নাম সুরাট ডায়মন্ড বুর্স। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই অফিস ১৫ তলা ভবন। ৩৫ একর এলাকা জুড়ে তৈরি তাই এটি আয়তনে আমেরিকার পেন্টাগনের থেকেও বড়। তথ্য বলছে, পেন্টাগনে কাজের জায়গা ৬ লক্ষ ২০ হাজার বর্গমিটার। আর সুরাটের এই অফিসে কাজের জায়গা ৬ লক্ষ ৬০ হাজার বর্গমিটার সঙ্গে ১৩১ টি লিফট।কর্মী সংখ্যার দিক থেকেও পেন্টাগনকে ডায়মন্ড বুর্স দশ গোল মেরেছে। কারণ এখানে প্রায় ৬৫ হাজার মানুষ কাজ করতে পারবেন, পেন্টাগনে কাজ করেন ২৬ হাজার কর্মচারী।
আসলে সুরাট হল হিরের জন্য বিখ্যাত। বিশ্বের প্রায় ৯০ শতাংশ হিরে এখানেই কাটা হয়। তাই হিরে তৈরির যাবতীয় কাজ হবে এই অফিসে। হিরে কাটা, পালিশ করা থেকে শুরু করে বাণিজ্যিক লেনদেন সবই এক ছাদের তলায় আনার জন্য এই বিরাট অফিস তৈরি করা হয়েছে। ১৫ তলার এই অফিসটি তৈরি করতে প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে।
নির্মাতারা জানাচ্ছেন, পরিবেশ রক্ষার যাবতীয় নিয়ম মেনে এই অফিস তৈরি করা হয়েছে। এমনকি এই অফিসে প্রাকৃতিক উপায়ে বায়ু চলাচলের বন্দোবস্ত রয়েছে এবং ব্যবহৃত হয়েছে সৌরশক্তিও। আগামী নভেম্বর মাস থেকে এই অফিস চালু হয়ে যাওয়ার কথা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।