গরিব কল্যাণে ভারতকে ৭.৫ হাজার কোটি টাকার প্যাকেজ দিচ্ছে বিশ্ব ব্যাংক

গরিব কল্যাণে ভারতকে ৭.৫ হাজার কোটি টাকার প্যাকেজ দিচ্ছে বিশ্ব ব্যাংক

নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ দিনে দিনে চড়ছে মৃত্যুর সংখ্যা৷ দীর্ঘ লকডাউনের জেরে থমকে গিয়েছে দেশের অর্থনীতির চাকা৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ বেতন কমেছে বহু চাকরিজীবীর৷ পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ চলছে ধাপে ধাপে বরাদ্দ৷করোনা পরিস্থিতির জেরে ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবার বড়সড় আর্থিক অনুদান ঘোষণা করল বিশ্ব ব্যাংক৷

গরিবদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারতকে বড় অঙ্কের আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক৷ ১০০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক৷

বিশ্বব্যাংকের ভারতীয় প্রতিনিধি জে আহমেদ জানিয়েছেন, সামাজিক দূরত্বের কারণে ঝিমিয়ে পড়েছে ভারতীয় অর্থনীতি৷ আর পরিস্থিতিতে গরিবদের বাঁচাতে গরিব কল্যাণ যোজনায় গুরুত্ব দিচ্ছে ভারত সরকার৷ আর সেই কারণে ভারতকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক৷ গরীবের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই অনুদান ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *