রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে শীঘ্রই, ঘোষণা বিজেপির

লখনউ: অযোধ্যায় বিতর্কিত জমি মামলার শুনানি শেষ করেছে দেশের শীর্ষ আদালত৷ আগামী ২৩ দিনের মধ্যে এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্ট কি রায় দেবে, তা কার্যত মানতে নারাজ বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ৷ তাঁর মন্তব্য, আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে৷ বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু

37778e6b9169646c8ce793251bcbf24a

রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে শীঘ্রই, ঘোষণা বিজেপির

লখনউ: অযোধ্যায় বিতর্কিত জমি মামলার শুনানি শেষ করেছে দেশের শীর্ষ আদালত৷ আগামী ২৩ দিনের মধ্যে এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্ট কি রায় দেবে, তা কার্যত মানতে নারাজ বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ৷ তাঁর মন্তব্য, আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে৷ বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক৷

এর আগে ১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যার বুকে একদল করসেবক বিতর্কিত কাঠামোটি ভেঙে দেন৷ এই ঘোষণা করে তিনি বলেন, যেদিন ওই কাঠামো ভাঙা হয়েছিল, ‘‘সেদিন থেকেই ওই স্থানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়া উচিত ছিল৷’’ আগামী দিনে রাম মন্দির নির্মাণে জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতে চান তিনি৷ একইসঙ্গে মন্দির নির্মাণের কাজ হিন্দুদের পাশে মুসলিমদেরও থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি৷ তিনি দাবি করেছেন, মুসলিমদের এই সত্যটা মেনে নেওয়া উচিত৷

অন্যদিকে, দীপাবলিতে অযোধ্যায় সাড়ে পাঁচ লক্ষ প্রদীপ জ্বালিয়ে কর্মসূচি নিয়েছে সরকার৷ সেই লক্ষ্যে এর আগে প্রশাসনের কাছে অনুমতি প্রার্থনা করেছে বিশ্ব হিন্দু পরিষদ৷ তবে, অযোধ্যায় ১৪৪ ধারা জারি হওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে তারা৷ দীপাবলিতে অযোধ্যার বিতর্কিত জমিতে প্রদীপ জ্বালানো অনুমতি চাওয়া হলেও তা খারিজ হয়েছে৷ আদালত জানিয়ে দিয়েছে, ওই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *