Aajbikel

সীমান্ত রক্ষায় নারীশক্তিতে বাড়ল ভরসা, LOC-তে মহিলা অফিসার

 | 
loc

নয়াদিল্লি: নারী শক্তির বিকাশ নিয়ে কথা হলেও বিভিন্ন ক্ষেত্রের মতো দেশের সীমান্ত রক্ষায় পুরুষদের সংখ্যাই বেশি। সেনাবাহিনীতে যতই মেয়েদের অন্তর্ভুক্তি হোক না কেন, পুরুষদের তুলনায় তা যে কম সেটা মানতেই হবে। কিন্তু যত দিন এগোচ্ছে সার্বিক ধারনাও কিছু বদলাচ্ছে। তার সাম্প্রতিকতম উদাহরণ নিয়ন্ত্রণ রেখায় মহিলা আধিকারিককে নিয়োগ। জানা গিয়েছে, এলওসি-তে সেনাবাহিনীর বিশেষ শাখায় মোতায়েন করা হবে মহিলা আধিকারিকদের। এই বিষয়ে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত মিলেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। 

দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন সম্প্রতি। একই সঙ্গে জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলায় বিশেষভাবে সক্ষম ওই বাহিনীর সদর দফতরেও মহিলা আধিকারিকদের নিয়োগ করা হবে। যদিও এই নিয়োগ পুরোটাই হবে সেনায় কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। উল্লেখ্য, কয়েক বছর ধরেই ভারতীয় সেনাবাহিনীতে বেশকিছু বড় পরিবর্তন আনার কাজ করে চলেছে নরেন্দ্র মোদী সরকার। তার মধ্যে নারী শক্তির বিকাশের মতো বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলায় নিযুক্ত সেনার বিশেষ বাহিনীতে মহিলাদের যোগদান ঘটানো হবে। পাশাপাশি দিল্লিতে সদর দফতর এবং ডিরেক্টর জেনারেলের দফতরে প্রয়োজনমতো কাজ করতে পারবেন এই মহিলা আধিকারিকরা। পরবর্তী ক্ষেত্রে যে আরও অনেক জায়গাতেই নারী শক্তির বিকাশ ঘটবে সেটারও ইঙ্গিত মিলেছে এখন থেকেই। 

Around The Web

Trending News

You May like