দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন দাদা, শহিদ সেনার মূর্তিতেই রাখি পরালেন বোন

দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন দাদা, শহিদ সেনার মূর্তিতেই রাখি পরালেন বোন

বৃহস্পতিবার ছিল রাখি বন্ধন উৎসব। রাখি পূর্ণিমার এই পুণ্য তিথিতে প্রত্যেক বোনই ভাইয়ের মঙ্গল কামনায় এবং সুরক্ষার্থে তাঁদের হাতে রাখি বেঁধে থাকে। ফলে ভাই বোন প্রত্যেকের কাছেই রাখি বন্ধনের এই পবিত্র উৎসবটি অত্যন্ত কাছের। কিন্তু রাখি বন্ধনের এই আনন্দের দিনেই চোখে জল রাজস্থানের এক বোনের। রাখি পূর্ণিমার বিশেষ লগ্নে দেশজুড়ে যখন বোন ও দিদিরা তাঁদের দাদা এবং ভাইয়ের মঙ্গল কামনায় তাঁদের কব্জিতে বেঁধে দিয়েছে রাখি, ঠিক তখনই রাজস্থানের এক তরুণী রাখি পড়িয়েছেন তাঁর শহীদ ভাইয়ের মূর্তিতে। রাখি পূর্ণিমার দিনে ভাইরাল হয়েছে এক বোন ও তার শহীদ ভাইয়ের রাখি উৎসব পালনের এই মর্মস্পর্শী ছবিটি।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, জওয়ান ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন দিদি। কিন্তু তাঁর চোখে জল। অন্যদিকে ভাইয়েরও কোন সাড়া নেই। বলা ভালো, তাঁর সাড়া দেওয়ার কোন উপায় নেই। কারণ পরনে জলরঙা পোশাক এবং কোমরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা ওই মূর্তির আসল মানুষটি ২০১৭ সালের দেশের সুরক্ষায় দিয়েছেন আত্ম বলিদান। ভাইকে কাছে না পেয়ে তাই ভাইয়ের মূর্তিতেই রাখি বেঁধেছেন ওই মহিলটা

জানা যাচ্ছে, স্ট্যাচুটি শহিদ জওয়ান  গণপৎ রাম কাডওয়াসরের। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে শত্রুপক্ষের গুলিতে প্রাণ হারান রাজস্থানের যোধপুরের বাসিন্দা গণপৎ। জাঠ রেজিমেন্টের ওই শহিদ জওয়ানের স্মৃতিতে তৈরি করা হয়েছে বিরাট ওই মূর্তি। আর তাতেই রাখি বেঁধে দিতে দেখা যাচ্ছে তাঁর বোনকে। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। কেবল ছবিটিই যেন অনেক কথা বলে যায়। ‘লিঙ্কডিনে’ এই ছবিটি শেয়ার করেছেন বেদান্ত বিড়লা নামে এক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =