ছুটে গিয়ে দৃষ্টিহীন বৃদ্ধর জন্য বাস থামালেম মহিলা, ভাইরাল ভিডিয়ো

ছুটে গিয়ে দৃষ্টিহীন বৃদ্ধর জন্য বাস থামালেম মহিলা, ভাইরাল ভিডিয়ো

c324c3a891301d1b32467135a2f435aa

তিরুবনন্তপুরম:  ছুটে চলা বাসের পিছনে প্রাণপণে দৌড়চ্ছেন এক মহিলা৷ উদ্দেশ্য বাসটিকে থামানো৷ তাঁর ছুটে চলার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল৷ ভাবছেন হয়তো, এ আর নতুন কি৷ এমন দৃশ্য তো হামেশাই চোখে পড়ে৷  হ্যাঁ, সত্যিই তাই৷ তবে কেরলের ওই মহিলা নিজের জন্য বাসের পিছনে ছুটছিলেন না, ছুটছিলেন এক দৃষ্টিহীন বৃদ্ধকে বাসে তুলে দেওয়ার জন্য৷ আর তাঁর এই মানবিক ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়ার বাসিন্দারা৷  

ঘটনাটি কেরলের থিরুভালার৷ জানা গিয়েছে, ওই মহিলার নাম সুপ্রিয়া৷ ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি সরকারি বাসের পিছনে দৌড়চ্ছেন এক মহিলা৷ ছুটে গিয়ে বাসের পিছনের সিটে বসে থাকা কনডাক্টরকে বাস থামানোর  অনুরোধ করেন তিনি৷ কিছুক্ষণ অপেক্ষা করার আবেদনও জানান সুপ্রিয়া৷ যাতে ওই দৃষ্টিহীন বৃদ্ধ মানুষটি বাসে উঠতে পারেন৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বয়সের ভারে ন্যূব্জ বৃদ্ধ লাঠি হাতে ধীরে ধীরে এগিয়ে আসছেন বাসের দিকে৷ আর বাস থামিয়েই সুপ্রিয়া ছুটে যান ওই বৃদ্ধের কাছে৷ হাত ধরে তাঁকে বাসের কাছে নিয়ে আসেন এবং বাসে তুলে দেন ওই বৃদ্ধকে৷ 

জানা গিয়েছে থিরুভালা শহরে সেলসম্যানের কাজ করেন সুপ্রিয়া৷ তাঁর এই ভিডিয়ো টুইটারে শেয়ার হতেই নজর কেড়ে নেয় নেটিজেনদের৷ সমাদৃত হন তিনি৷ সুপ্রিয়াকে কুর্নিশ জানিয়েছে আইপিএস অফিসার বিজয় কুমার৷ টুইট করে বলেন, ‘‘সুপ্রিয়ার মতো কিছু মানুষের জন্য পৃথিবী আজও বাসযোগ্য৷ দয়াশীলতার মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃত সৌন্দর্য্য৷’’ সোশ্যাল মিডিয়া ইউজাররা সুপ্রিয়ার প্রশংসা করে বলেছেন, তাঁর এই কাজ মানবতার প্রতি বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলেছে৷ 

স্থানীয় সংবাদমাধ্যম ‘মাথ্রুভূমি’-র সঙ্গে কথা বলার সময় সুপ্রিয়া জানান, একটি বাস ওই বৃদ্ধর একেবারে কান ঘেঁষে বেরিয়ে যায়৷ তা দেখেই তাঁকে রাস্তার পাশে সরিয়ে আনেন তিনি৷  সুপ্রিয়া বলেন, ‘‘আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কোথায় যেতে চান? আমি জানার চেষ্টা করছিলাম, সেখানে কোনও বাসস্টপ আছে কিনা৷ একবার ভাবলাম আমার স্বামী অনুপকে ফোন করে বলি, বাইকে করে ওই বৃদ্ধকে বাসস্টপে পৌঁছে দিয়ে আসার জন্য৷ সৌভাগ্যবশত সেই সময়ই একটা বাস চলে আসে এবং কিছুটা দূরে গিয়ে বাসটা দাঁড়ায়৷ আমি বাসের পিছনে ছুটে গিয়ে কনডাক্টরকে একটু অপেক্ষা করার অনুরোধ জানাই৷’’ সুপ্রিয়া বলেন, ‘‘আমি ভাবতেও পারিনি, কেউ এটা ভিডিয়ো করবে৷ আমার বন্ধু যখন ফোন করে আমাকে বিষয়টি বলল, আমি হতবাক হয়ে যাই৷’’