রাস্তা আটকে বুনো হাতির দল, অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব মহিলার

রাস্তা আটকে বুনো হাতির দল, অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব মহিলার

এরোদ: রাস্তা আটকে দাঁড়িয়ে প্রায় এক ডজন বুনো হাতির দল। তাদের অবজ্ঞা করে যাওয়ার কোনও পথ নেই। এমনকি হাতির উৎপাতে আটকে পড়েছে অ্যাম্বুলেন্সও। আর তাতেই কার্যত বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করলেন তামিলনাড়ু এরোদ জেলার ২৪ বছর বয়সী এক আদিবাসী মহিলা।

এই ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার হঠাৎই ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁর আত্মীয়রা। কিন্তু পথে তাঁদের রাস্তায় আটকায় বুনো হাতির দল। জঙ্গলের মধ্যেকার রাস্তা দিয়ে যখন অ্যাম্বুলেন্সটি নিকটবর্তী শহরের হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছিল তখনই হঠাৎ বন থেকে বেরিয়ে এসে রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় বেশ কয়েকটি হাতি। তারা পথ থেকে না সরায় প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে মাঝ রাস্তায় আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। তার জেরে শেষমেষ অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করতে বাধ্য হন ওই মহিলা। জানা যাচ্ছে, আদিবাসী ওই প্রসূতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলে গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সের সামনে প্রায় ১০ টি বুনোহাতির একটি দল দীর্ঘ চল্লিশ মিনিট ধরে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। তাদের সরিয়ে কোনওভাবেই যাওয়ার উপায় ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে সন্তান প্রসবের পরপরই হাতির দলটি পুনরায় ধীরে ধীরে বনের মধ্যে ফেরত চলে যায়। সঙ্গে সঙ্গে ওই মহিলা ও তার শিশুকে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =