মহারাষ্ট্রের ঘন জঙ্গলে বাঁধা মার্কিন মহিলা! কী ঘটেছিল জানলে গায়ে কাঁটা দেবে

কলকাতা: ঘন জঙ্গলের মধ্যে শেকল দিয়ে বাঁধা পা৷ কবে থেকে জঙ্গলে বাঁধা রয়েছেন এই মহিলা কেউ জানে না৷ শরীরে হাড় জিরজিরে অবস্থা৷ জল- খাবার জোটেনি…

কলকাতা: ঘন জঙ্গলের মধ্যে শেকল দিয়ে বাঁধা পা৷ কবে থেকে জঙ্গলে বাঁধা রয়েছেন এই মহিলা কেউ জানে না৷ শরীরে হাড় জিরজিরে অবস্থা৷ জল- খাবার জোটেনি কোনওটাই৷ এতটাই রুগ্ন অবস্থা যে কথা বলার শক্তি হারিয়েছেন মহিলা৷ গলা দিয়ে বের হচ্ছে হালকা ক্ষিণ আওয়াজ শুধুমাত্র৷ গত শনিবার মহারাষ্ট্রের জঙ্গলে উন্মাদ-মৃতপ্রায় অবস্থায় এক মার্কিন মহিলাকে উদ্ধার করেছিল পুলিশ৷ কে তাঁকে বেঁধে রেখেছিল জঙ্গলের মধ্যে? কীভাবে এমন অবস্থা হল এই মহিলার?

শনিবার মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার সনুরলি গ্রামের কাছে জঙ্গলে ঢুকেছিলেন স্থানীয় এক মেষপালক। হঠাৎ গভীর জঙ্গলের ভিতর থেকে এক কান্নার আওয়াজ শুনতে পান তিনি। সেই শব্দ লক্ষ্য করে জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে মেষপালকটি দেখেন, গাছের সঙ্গে শিকলে বাঁধা এক মহিলা ক্ষীণ স্বরে কোনওমতে সাহায্যের আর্তি জানাচ্ছেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন ওই ব্যক্তি। পুলিশ এসে শনিবার সন্ধ্যে নাগাদ উদ্ধার করে ওই মহিলাকে। ললিতা কায়ি নামে ওই মহিলার শারীরিক অবস্থা এতটাই গুরুতর ছিল খাওয়া দাওয়া তো দূর কথাই বলতে পারছিলেন না তিনি। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই মহিলাকে শিকলে রেখে গিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে নামল পুলিশ। তবে এই ‘প্রাক্তন স্বামী’ এখনও পর্যন্ত পুলিশের নাগালের বাইরে। তামিলনাড়ুর বাসিন্দা ওই ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি, খুব সম্ভবত বেশ কয়েকদিন অভুক্ত ছিলেন মহিলা। টানা বৃষ্টিতে ভিজে নড়াচড়ার ক্ষমতাও হারান

ঘটনার জেরে মহিলা এতটাই মানসিক ধাক্কা পেয়েছিলেন যে কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কাগজে লিখে কোনওমতে কথাবার্তা চালানো হচ্ছিল। সেই সূত্রেই জানা যায়, গত ৪০ দিন ধরে জঙ্গলে বন্দি অবস্থায় ছিলেন তিনি।