২৪-এ মোদীকে রুখতে কংগ্রেস ছাড়া বিকল্প শক্তি অসম্ভব, স্বীকারোক্তি পাওয়ারের

২৪-এ মোদীকে রুখতে কংগ্রেস ছাড়া বিকল্প শক্তি অসম্ভব, স্বীকারোক্তি পাওয়ারের

নয়াদিল্লি: ২০২৪-এ মোদী ঝড় রুখতে কি লোকসভা ভোটে এক জোট হয়ে লড়বে আঞ্চলিক দলগুলি? এমনটা হলে কংগ্রেসের অবস্থান কী হবে? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে৷ কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট কতটা সম্ভব? এই অবস্থায় এনসিপি প্রধান শরদ পাওয়ারের তাৎপর্যপূর্ণ মন্তব্য, কংগ্রেস ছাড়া বিকল্প শক্তি  নয়৷ বিজেপি’কে রুখতে গেলে কংগ্রেসকে প্রয়োজন৷ 

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ তেমন ভয়াবহ হবে না! আশ্বাস দিলেন এইমস প্রধান

শরদ পাওয়ার মনে করেন, ২০২৪-কে পাখির চোখ করে যৌথ নেতৃত্বে কাজ করতে হবে৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকেও তিনি এই প্রস্তাব দিয়েছেন৷ কারণ বিজেপি’র বিরুদ্ধে তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট মূল বিকল্প শক্তি হতে পারবে না৷ শনিবার এনসিপি নেতা সঞ্জয় রাওয়াতও বলেন, বিজেপি’কে ঠেকাতে তৃতীয় ফ্রন্ট কোনও বিকল্প নয়৷ হয়ে উঠতে হবে মূল বিকল্প শক্তি৷ যাতে মানুষের কাছেও গ্রহণযোগ্যতা বাড়ে৷ ইতিমধ্যে প্রশান্ত কিশোরের সঙ্গে তিনবার বৈঠক করেছেন পাওয়ার৷ যেখানে একটি নির্দিষ্ট ফর্মুলার কথা বলা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ফর্মুলাতেই বিশ্বাসী৷ এই ফর্মুলা অনুযায়ী, যেই দল যেখানে শক্তিশালী, সে সেখানে লড়বে৷ পাশাপাশি বিকল্প শক্তি গড়ে তোলার জন্য কংগ্রেসকে পাশে চাইছে তারা৷ কারণ সর্বভারতীয় স্তরে কংগ্রেস গ্রহণযোগ্যতা রয়েছে৷ প্রতিটি রাজ্যে কংগ্রেসের ভোট রয়েছে৷ 

লোকসভা ভোটে জিততে গেলে ৫৪২ আসনের ২৭২টি আসনে জিততে হবে৷ এর মধ্যে প্রায় ২৫০টি আসনে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি লড়াই করে৷ কংগ্রেস ও বিজেপি’র মোট আসনে সংখ্যা ৩০০ থেকে ৩৫০-র মধ্যে৷ এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক নেতারা কংগ্রেসকে বাদ দিয়ে বৈঠক করার অর্থ ২০২৪ এর লড়াইটাও বিজেপি’র পক্ষে কঠিন হবে না৷ 

২৪-এ মহারণের আগে দিল্লিতে রাজনৈতিক দলগুলির তৎপরতা ক্রমেই বাড়ছে৷ চলছে আলোচনা৷ কিন্তু এখনও কংগ্রেসের উপস্থিতি সে ভাবে চোখে পড়েনি৷ তবে একাধিক দলের নেতারাই মনে করেন, জোটে থাকতে গেলে সেনাপতি নয়, সৈনিক হতে হবে কংগ্রেসকে৷ কিন্তু স্বাধীনতার পর থেকে যতগুলো জোট সরকার ক্ষমতায় এসেছে তার বেশির ভাগই কংগ্রেস বা বিজেপি’র সমর্থনে৷ কংগ্রেসকে বাদ দিয়ে এখনও পর্যন্ত যে কটি জোট সরকার হয়েছে এনডিএ ছাড়া কোনও সরকারই পাঁচ বছর টিকতে পারেনি৷ 

আরও পড়ুন- দেড় হাজারের নিচে নামল দেশের দৈনিক মৃত্যু, নিম্নমুখী হল আক্রান্তের সংখ্যাও

বর্তমানে রাজস্থান, ছত্তীশগড় ও পঞ্জাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও তামিলনাড়ুতে রয়েছে জোট সরকারে৷ দেশের ১৮৬টি আসনে মুখোমুখি হবে বিজেপি-কংগ্রেস৷ যেখানে আঞ্চলিক দলগুলি কোনও ফ্যাক্টর নয়৷ এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে শরদ পাওয়ারের বার্তা খুবই ইঙ্গিতপূর্ণ৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *