গেরুয়া-মুক্তি হয়ে সরকার গড়ছে শিবসেনা-এনসিপি, সমর্থন কংগ্রেসের

মুম্বই: দিনভর চূড়ান্ত নাটকের অবসান৷ অবশেষে মহারাষ্ট্রে শিবসেনার হাত ধরে সরকার গঠনের বার্তা পাঠাল কংগ্রেস-এনসিপি জোট৷ রাজ্যপালের কাছে ফ্যাক্স বার্তা পাঠিয়ে সরকার গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর৷ মহারাষ্ট্রে বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ জানান রাজ্যপাল৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে বিজেপির তরফ জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাদের হাতে ম্যাজিক ফিগার নেই ফলে

গেরুয়া-মুক্তি হয়ে সরকার গড়ছে শিবসেনা-এনসিপি, সমর্থন কংগ্রেসের

মুম্বই: দিনভর চূড়ান্ত নাটকের অবসান৷ অবশেষে মহারাষ্ট্রে শিবসেনার হাত ধরে সরকার গঠনের বার্তা পাঠাল কংগ্রেস-এনসিপি জোট৷ রাজ্যপালের কাছে ফ্যাক্স বার্তা পাঠিয়ে সরকার গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর৷

মহারাষ্ট্রে বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ জানান রাজ্যপাল৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে বিজেপির তরফ জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাদের হাতে ম্যাজিক ফিগার নেই ফলে তারা সরকার গঠন করবে না৷ এরপর প্রস্তাব যায় শিবসেনার কাছে৷ কিন্তু তাদের হাতেও ম্যাজিক ফিগার না থাকায় এনসিপি সঙ্গে যোগাযোগ করতে শুরু করে শিবসেনা শিবির৷

এনসিপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বিজেপির সংসর্গ ছাড়েলই জোট নিয়ে আলোচনা সম্ভব৷ এনসিপি’র শর্তে রাজি হয়ে এনডিএ থেকে নিজেদের সরিয়ে নেয় শিবসেনা৷ মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিবসেনার সংসদ৷ এর পরই শিবসেনার হাত ধরে এনসিপি সরকার গঠনের তোড়জোড় শুরু করে৷ তবে, প্রয়োজন ছিল কংগ্রেসের সমর্থন৷

উভয় দলের তরফে সরকার গঠনের সিদ্ধান্ত কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর ওপর ছেড়ে দেওয়া হয়৷ কংগ্রেসের তরফেও দুই দফায় জরুরি বৈঠক ডাকা হয়৷ শিবসেনার হাত ধরবে কি না কংগ্রেস? তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন৷ কংগ্রেসের তরফে জানানো হয় সরকার গঠনে শিবসেনা কে বাইরে থেকে সমর্থন যোগাবে কংগ্রেস। সরকার গঠন করবে শিবসেনা ও এনসিপি।এই মর্মে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷

ফলে সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫টি৷ ১০৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি৷ শিবসেনা হাতে রয়েছে ৫৬টি আসন৷ এনসিপি-কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৪৪ ও ৫৪টি আসন৷ শিবসেনা যদি এনসিপি-কংগ্রেসের হাত ধরে তাহলে তা হবে ৫৬+৪৪+৫৪= ১৫৪টি৷ ম্যাজিক ফিগারের থেকে বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =