শীত অধিবেশন: রাজ্যের হাত ধরে দেশ চালানোর বার্তা মোদির

নয়াদিল্লি: রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের পক্ষে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ অধিবেশনের দ্বিতীয়ার্ধে নিজের ভাষণ দিতে ওঠেন কেন্দ্র-রাজ্যের সম্পর্ক তুলে ধরে রাজ্যসভার ভূমিকা নিয়ে ভূয়শী প্রশংসা করেন মোদি৷ প্রধানমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন, ‘‘এই সংসদ ইতিহাসের করেছে৷ এই কক্ষের গতিও নির্ধারণ হয়েছে৷ নির্বাচনে সবাই জয় লাভ করতে পারেন না৷ সংসদের উচ্চকক্ষ

শীত অধিবেশন: রাজ্যের হাত ধরে দেশ চালানোর বার্তা মোদির

নয়াদিল্লি: রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের পক্ষে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ অধিবেশনের দ্বিতীয়ার্ধে নিজের ভাষণ দিতে ওঠেন কেন্দ্র-রাজ্যের সম্পর্ক তুলে ধরে রাজ্যসভার ভূমিকা নিয়ে ভূয়শী প্রশংসা করেন মোদি৷

প্রধানমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন, ‘‘এই সংসদ ইতিহাসের করেছে৷ এই কক্ষের গতিও নির্ধারণ হয়েছে৷ নির্বাচনে সবাই জয় লাভ করতে পারেন না৷ সংসদের উচ্চকক্ষ তাঁদের সুযোগ দেয়৷ দূরদৃষ্টিসম্পন্ন স্থাপন করেছে এই কক্ষ৷ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞদের আমরা রাজ্যসভায় নিয়ে আসি৷ এইসব ব্যক্তিদের মতামত কাজে লাগে৷ আম্বেদকর সাহেব লোকসভা নয়, রাজ্যসভা এসেছিলেন৷ ভারতের অগ্রগতির পিছনে রাজ্যসভার ভূমিকা রয়েছে৷ ভারতের বৈচিত্রের মধ্যে দেশের প্রথম শক্তি৷’’

মোদি দাবি, ‘‘দেশকে চালানোর জন্য একাধিক বিল পাস হয়েছে এখানে৷ একাধিক বিতর্ক হয়েছে৷ আমি গর্বিত, এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য৷ এই পক্ষ থেকেই ভারতকে নতুন করে দেখার সূচনা হয়েছে৷ এই সংসদে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে৷ মহিলাদের এগিয়ে আনার জন্য এই কক্ষ থেকেই প্রথম বিল পাশ করা হয়েছিল৷ এই সংসদ থেকেই গরিবদের জন্য চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এই কক্ষ থেকেই এক দেশে এক কর ব্যবস্থা চালু করা হয়েছিল৷ এই কক্ষ থেকেই জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার মত ঐতিহাসিক ঘটনা ঘট‌েছে৷’’

কেন্দ্র রাজ্যের সম্পর্ক প্রসঙ্গে মোদির বার্তা, ‘‘আমাদের লক্ষ্য কল্যাণের রাজনীতি৷ রাজ্যের কল্যাণ৷ রাজ্য ও কেন্দ্রের একসঙ্গে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি৷ কেন্দ্র ও রাজ্য সরকার যদি একসঙ্গে কাজ করে, তাহলে দেশের উন্নতি সম্ভব৷ দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র-রাজ্যের বন্ধুত্বপূর্ণ অবস্থান ভীষণ জরুরি৷ কারণ, রাজ্যের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না৷ আর দেশের উন্নতি না হলে রাজ্যের উন্নতি হবে না৷ আর সেই কারণে এই কক্ষ ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে৷ কেন্দ্র-রাজ্য একে অপরের পরিপন্থী নয়৷ একসঙ্গে এগিয়ে যাওয়াটাই আমাদের প্রথম লক্ষ্য৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =