পাকিস্তান জেলে অভিশপ্ত ৬০ ঘণ্টার অভিজ্ঞতা জানালেন উইং কম্যান্ডার অভিনন্দন

নয়াদিল্লি: শুক্রবার রাত নটা ২০ মিনিট৷ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পা রাখেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ গোটা দেশজুড়ে ফেটে পড়ে উৎসাহ৷ সীমান্তে দাঁড়িয়েই বলেন, দেশে ফিরতে ভালো লাগছে৷ ভারতে মাটিতে পা রাখার পর এবার পাকিস্তানে বন্দি থাকা সেই অভিশপ্ত রাতের কথা সংবাদ সংস্থা এএনআইকে জানালেন অভিনন্দন বর্তমান৷ শারীরিক অত্যাচার হয়নি ঠিকই৷ কিন্তু পাকিস্তানে ৬০ ঘণ্টার

পাকিস্তান জেলে অভিশপ্ত ৬০ ঘণ্টার অভিজ্ঞতা জানালেন উইং কম্যান্ডার অভিনন্দন

নয়াদিল্লি: শুক্রবার রাত নটা ২০ মিনিট৷ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পা রাখেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ গোটা দেশজুড়ে ফেটে পড়ে উৎসাহ৷ সীমান্তে দাঁড়িয়েই বলেন, দেশে ফিরতে ভালো লাগছে৷ ভারতে মাটিতে পা রাখার পর এবার পাকিস্তানে বন্দি থাকা সেই অভিশপ্ত রাতের কথা সংবাদ সংস্থা এএনআইকে জানালেন অভিনন্দন বর্তমান৷

শারীরিক অত্যাচার হয়নি ঠিকই৷ কিন্তু পাকিস্তানে ৬০ ঘণ্টার বন্দি জীবনে তাঁকে প্রচণ্ড মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে বলে দেশে ফিরে জানিয়েছেন উইং কম্যান্ডার অভিনন্দ বর্তমান। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই শনিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর খবর সামনে এনেছে৷ জানানো হয়েছে, পাক সেনার প্রশংসা করতে চাপ দেওয়া হয়েছিল অভিনন্দনকে৷

প্রায় ৪০বার ভিডিও করে পাক সেনার প্রশংসা করে বার্তা দিতে বলা হয়েছিল৷ পাকিস্তানি জেলে বন্ধ ঘরে তাঁকে রাখা হয়েছিল৷ দেওয়া হয়নি ফোন ব্যবহার করতে৷ দেওয়া হয়নি সংবাদপত্র বা টিভি দেখার সুযোগ৷ শুধু তাই নয়, তাঁকে যে মুক্তি দেওয়া হবে, তাও তাঁকে জানানো হয়নি৷ পরে, যখন ওয়াঘা সীমান্তে আনা হয়, তখন তিনি বুঝতে পারেন গোটা ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =