আজই কি ভাঙবে সরকার? নজর সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেই আজ শুক্রবার শুরু হচ্ছে কর্নাটক বিধানসভার অধিবেশন৷ মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এই সঙ্কট একজোট হয়ে মোকাবিলা করা হবে৷ অনাস্থা প্রস্তাব এলেও তার জবাব দেওয়া হবে৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি এই নিয়ে ৬ থেকে ৭ বার সরকার ফেলার জঘন্য চেষ্টা চালিয়েছে৷ কোনওবারই সফল হয়নি৷ বিধানসভায় হাজির থাকতে সব কংগ্রেস-জেডিএস বিধায়ককে

d65286c6a37bf7d7aeb7c5aa47c371aa

আজই কি ভাঙবে সরকার? নজর সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেই আজ শুক্রবার শুরু হচ্ছে কর্নাটক বিধানসভার অধিবেশন৷ মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এই সঙ্কট একজোট হয়ে মোকাবিলা করা হবে৷ অনাস্থা প্রস্তাব এলেও তার জবাব দেওয়া হবে৷

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি এই নিয়ে ৬ থেকে ৭ বার সরকার ফেলার জঘন্য চেষ্টা চালিয়েছে৷ কোনওবারই সফল হয়নি৷ বিধানসভায় হাজির থাকতে সব কংগ্রেস-জেডিএস বিধায়ককে হুইপ জারি করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশমতোই মুম্বই থেকে ফিরে বিধানসভার স্পিকার রমেশ কুমারের কাছে ১০ জন বিধায়ক পুলিশি পাহারায় বিধানসভায় গিয়ে নতুন করে পদত্যাগপত্র জমা দিয়েছেন৷ স্পিকারের সাফ কথা, তাঁকে তাড়াহুডো় করলে চলবে না৷ আইন মোতাবেক কাজ করতে হবে৷

পদত্যাগপত্র জমা দেওয়ার পুরোটাই ভিডিও করে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হয়েছে৷ আজ এই মামলার শুনানি৷  ১৬ বিধায়ক পদত্যাগ করেছেন তাঁদের ১৩ জন কংগ্রেসের, ৩ জন জেডিএসের৷ ২ নির্দলের সমর্থন নিয়ে এই মুহূর্তে ২২৪ সদস্যের বিধানসভায় বিজেপির কাছে ১০৭ এমএলএ৷ যদি ১৬ জনের পদত্যাগ গৃহীত হয় তবে জোটের হাতে থাকবে ১০০ জন৷  গরিষ্ঠতা হারানোয় বিজেপি ইতিমধ্যেই কুমারস্বামীর পদত্যাগ দাবি করেছে৷ পদত্যাগের কোনও সম্ভাবনাই নেই বলে সাফ জানিয়েছেন কুমারস্বামী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *