নয়াদিল্লি: ভোটের ফল বেরনোর পর যাতে বিরোধীদের কেউ দলছুট না হয়, তারই লক্ষ্যে সোনিয়া গান্ধীর দূত হিসেবে মাঠে নামলেন চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে দেখা করলেন শারদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, ডি রাজা, সুধাকর রেড্ডি, শারদ যাদবের সঙ্গে। রাহুল গান্ধীর সঙ্গেও হল বিশেষ বৈঠক। আর তারপরেই উড়ে গেলেন লখনউ।
সেখানে এসপি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাতের পর মায়াবতীর সঙ্গেও কথা হয়েছে। রাতে চন্দ্রবাবু ফিরে এসেছেন দিল্লি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হবে বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রীর সঙ্গে মোদি বিরোধী জোট নিয়ে কথা বলবেন স্বয়ং সোনিয়া গান্ধী। ভোটের ফল বেরনোর পরেই মমতার সঙ্গে কথা সোনিয়া কথা বলবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও আগামী ২২ তারিখ তাঁর দলের বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে। ২১ মে রাজীব গান্ধীর ২৮ তম মৃত্যুবার্ষিকী। সেদিনও দলের কোর কমিটির কয়েকজনের সঙ্গে সোনিয়া ও রাহুলের সাক্ষাৎ হবে। আলোচনা হবে। ভোটের ফলাফল নিজেদের পক্ষে হোক অথবা বিপক্ষে, ভোট পরবর্তী স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়ে আলোচনা করতেই দলের ওই বৈঠক বলে জানা গিয়েছে। কংগ্রেস এখনও পর্যন্ত নিজেরা ১৪৩ টি মতো আসন পাবে বলে বুথস্তরের রিপোর্ট পর্যালোচনা করে জোট সরকার গড়ার জন্য মনে মনে তৈরি হচ্ছে। তাই সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ২৭২-এ কীভাবে পৌঁছনো যাবে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সেরে রাখতে চাইছেন রাহুল। সেক্ষেত্রে মোদি বিরোধী জোট অটুট রাখাই পরীক্ষা।